নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন কঙ্গনা। সেখানে তিনি লেখেন, 'আমি আমার একটি সাক্ষাৎকার দেখাতে মা কে ডেকেছিলাম। তাঁর কেমন লেগেছে জানতে চেয়েছিলাম। কিন্তু উনি কাঁদতে শুরু করলেন। আমি ওই স্বাক্ষাৎকারে জীবনে আমার সঙ্গে হওয়া খারাপ বিষয়গুলি নিয়ে কথা বলেছিলাম। মা সাক্ষাৎকার না শুনেই আমায় বললেন, তিনি আমার বিয়ের জন্য চিন্তিত। এমনকি তিনি আমার জন্য উপোসও রাখেন। আমি কী করব!'
কঙ্গনার এই পোস্টে অঙ্কিতা লোখণ্ডে খেলেন, 'কঙ্গনা!' একটি হার্ট ইমোজি দিয়ে পোস্ট করেন সেটি।
প্রসঙ্গত, কঙ্গনার 'মণিকর্ণিকা' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অঙ্কিতা লোখণ্ডেকে।