নয়াদিল্লি: আজ থেকে সুইস ব্যাঙ্কে থাকা ভারতীয়দের অ্যাকাউন্টের সমস্ত তথ্য পাবে ভারত সরকার। দুই দেশের মধ্যে স্বয়ংক্রিয় তথ্য বিনিময় ব্যবস্থা শুরু হবার ফলেই এই সুবিধা পাবে ‘সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস’ বা সিবিডিটি। সুইস ব্যাঙ্কের গোপনীয়তার এই নীতি খর্ব হওয়ার জন্য কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সুবিধা হবে বলে মনে করছে ভারত সরকার।


২০১৮ সালে সুইজারল্যান্ডের ব্যাঙ্কে থাকা ভারতীয়দের অ্যাকাউন্টের সমস্ত তথ্য পাবে ভারত। এই তালিকায় থাকবে ২০১৮ সালে বন্ধ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও।

২৯ ও ৩০ অগাস্টের মধ্যে আন্তর্জাতিক অর্থনীতির রাজ্য সচিবালয়ে কর বিভাগের উপ-প্রধান নিকোলাস মারিও লুশারের নেতৃত্বে একটি সুইস প্রতিনিধি দল রাজস্ব সচিব এ বি পান্ডে, সিবিডিটি চেয়ারম্যান পি সি মোদী এবং সিবিডিটি সদস্য অখিলেশ রঞ্জনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

উভয় পক্ষ থেকেই সুনির্দিষ্ট ক্ষেত্রে তথ্যাদি ভাগ করে নেওয়ার অনুরোধ দ্রুত বাস্তবায়নের আলোচনা করা হয় এই বৈঠকে।