নয়াদিল্লি: ২০২০-তে তৃতীয়বারের জন্য চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান। শুধু একটি ল্যান্ডার ও রোভারের সাহায্যে ফের চাঁদে সফট ল্যান্ডিংয়ের চেষ্টা হবে। মহাকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ এ কথা জানিয়েছেন।
জিতেন্দ্র বলেছেন, চন্দ্রযান ২-কে ব্যর্থ বলা যায় না, ওই মিশন থেকে অনেক কিছু শিখেছে ইসরো। পৃথিবীর কোনও দেশ প্রথম প্রচেষ্টাতেই চাঁদে নামতে পারেনি। আমেরিকা তো বহুবার চেষ্টা করেছে। কিন্তু আমাদের অতবার চেষ্টা নিষ্প্রয়োজন। ২০২০-তেই ল্যান্ডার ও রোভার মিশন হবে।
চন্দ্রযান ২ ছিল মহাশূন্যের কোথাও পা রাখার জন্য ভারতের প্রথম প্রচেষ্টা। ৭ সেপ্টেম্বর চাঁদ থেকে ২.১ কিলোমিটার দূরে ইসরোর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। পরে জানা যায়, নির্দিষ্ট জায়গা থেকে মাত্র ৫০০ মিটার দূরে চাঁদের পিঠে আছড়ে পড়ে সেটি। জিতেন্দ্র সিংহ নিজেই সংসদে এ কথা জানান। সফলভাবে ল্যান্ডিং হবে আমেরিকা, পূর্বতম সোভিয়েত ইউনিয়ন ও চিনের পর ভারতই হত চতুর্থ দেশ যারা চাঁদে পৌঁছে যেত ও প্রথম দেশ হিসেবে পা রাখত চাঁদের দক্ষিণ মেরুতে।
নতুন বছরেই ফের চাঁদে মহাকাশযান পাঠাবে ভারত, জানাল কেন্দ্র
ABP Ananda, Web Desk
Updated at:
31 Dec 2019 08:42 PM (IST)
২০২০-তে তৃতীয়বারের জন্য চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান। শুধু একটি ল্যান্ডার ও রোভারের সাহায্যে ফের চাঁদে সফট ল্যান্ডিংয়ের চেষ্টা হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -