নয়া দিল্লি : দু'দিনের ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কন। ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বুধবার নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। স্বভাবতই সেই আলোচনার কেন্দ্রে ছিল করোনা। অতিমারী মোকাবিলায় 'কোয়াড ভ্যাকসিন পার্টনারশিপ'-এর উপর জোর দেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কন। বুধবার তিনি জানান, ভারত এবং আমেরিকা, দুই দেশই করোনা অতিমারীর হাত থেকে পৃথিবীকে বাঁচাতে বদ্ধপরিকর। করোনা অতিমারীর হাত থেকে বাঁচতে কোয়াড ভ্যাকসিন পার্টনারশিপের উল্লেখ করেন তিনি।
কোভিড মোকাবিলার ক্ষেত্রে, গত বছর অতিমারীর শুরুর দিকে ভারত আমেরিকাকে যে সাহায্য করেছে, তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ব্লিঙ্কন। আমি গর্বিত বোধ করছি যে আমরা সেই সাহায্য আবার ভারতকে ফিরিয়ে দিতে পারছি। জানিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কন।
কোভিড মোকাবিলায় একমাত্র অস্ত্র টিকাকরণ। 'আজ আমরা টিকার উৎপাদন বৃদ্ধি ও তা সারা বিশ্বে সহজলভ্য় করার আলোচনায় নজর দিয়েছি।' জানান, ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে প্রায় গৃহবন্দি গোটা বিশ্ব। এই অতিমারীতে কেবল মানুষের শরীর নয়, বিপর্যস্ত বিভিন্ন দেশের অর্থনীতিও। একই অবস্থা ভারত এবং আমেরিকারও। সেদিকেও বিশেষ নজর দেওয়া নিয়েও আলোচনা হয় বুধবারের বৈঠকে। এর জন্য দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করতে হবে বলে মত ব্লিঙ্কনের। এছাড়াও দ্বিপাক্ষিক বিনিয়োগের ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে, দুই দেশের আলোচনার মাধ্যমে সেগুলোরও সমাধান করতে হবে। এই ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ব্লিঙ্কন।
ভারতের বিদেশ মন্ত্রীর প্রশংসা করে ব্লিঙ্কনের মন্তব্য, আমেরিকা ও ভারতের সম্পর্ক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক।
কোভিড তো ছিলই, তার পাশাপাশি আফগানিস্তানের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির কথাও উঠে আসে তাঁদের আলোচনায়। সে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা থেকে শুরু করে আরও একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বুধবারের বৈঠকে। সবশেষে এমন সহযোগিতাপূর্ণ আলোচনার জন্য জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কন।