Ind vs Eng, Chepauk Test Live: শেষ উইকেটে সিরাজকে সঙ্গে নিয়ে বাউন্ডারি মেরে শতরান অশ্বিনের, ভারতের লিড সাড়ে চারশোর বেশি

Ind vs Eng, Chepauk Test Live Updates: প্রথম ইনিংসে ৩২৯ রান করার পর ইংল্যান্ডকে ১৩৪ রানে অলআউট করে ১৪৯ রানের লিড পায় ভারত।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 15 Feb 2021 09:40 AM

প্রেক্ষাপট

IND vs ENG Chennai Test LIVE Cricket Score Updates: চেন্নাইয়ের  চিপকে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধ চালকের আসনে ভারত। দ্বিতীয় দিনের খেলার শেষেভারতের রান ছিল এক উইকেটে ৫৪। সবমিলিয়ে...More

Ind vs Eng Chepauk test দিনের শেষে ইংল্যান্ড ৫৩/৩

তৃতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট খুইয়ে ফেলেছে ইংল্যান্ড। তারা তুলেছে ৫৩ রান। 


রবিচন্দ্রন অশ্বিন একটি ও অক্ষর প্যাটেল দুটি উইকেট নিয়েছেন।


৪৮২ রানের বিশাল টার্গেট তাড়া করে জিততে এখনও রুটবাহিনীর প্রয়োজন ৪২৯ রান।


আর খেলার চার নম্বর দিনেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে ভারতের দরকার আর ৭ উইকেট।