নয়াদিল্লি: সীমান্তে পাক হামলা, দিল্লিতে ঐতিহাসিক জায়গাগুলোতে নিরাপত্তার কড়াকড়ি। লাল কেল্লা, কুতুব মিনার-সহ পর্যটনস্থলগুলিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। CC ক্যামেরায় নজরদারি চালাচ্ছে দিল্লি পুলিশ। ঐতিহাসিক স্থানগুলিতে প্রচুর মানুষ আসেন, তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বাড়তি সতর্ক দিল্লি পুলিশ।
এদিকে, চণ্ডীগড়, মোহালিতে আকাশপথে আক্রমণের সতর্কতা জারি করা হল। সতর্কতা জারি করল এয়ারফোর্স স্টেশন। চণ্ডীগড়ে বাজতে শুরু করল এয়ার সাইরেন। শহরের বাসিন্দাদের ঘরে থাকতে পরামর্শ প্রশাসনের। ব্যালকনিতেও আসতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এয়ার রেড সায়রেন এক বিশেষ ধরনের শব্দ। আকাশপথে হামলা বা মিসাইল আক্রমণ সম্পর্কে সতর্ক করতে বাজানো হয় সাইরেন। যদিও অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের সময়ও এই সাইরেন বাজানো হয়। যখনই শত্রুর পক্ষ থেকে আমাদের দেশের আকাশসীমায় কোনও রকেট, যুদ্ধবিমান অথবা মিসাইল প্রবেশ করে, তখনই তা টের পেয়ে যায় এয়ারফোর্স। তখনি তারা আক্রমণের সম্ভাব্য এলাকায় রেড অ্যালার্ট জারি করে । সায়রেন বাজানো হয়। মানুষকে ঘরের মধ্যে আশ্রয় নেওয়ার কথা বলা হয়।
উল্লেখ্য়, গতকাল রাতে ফের পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা। রাজস্থানের শ্রীগঙ্গানগরে পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ। ভারতীয় সেনার প্রত্যাঘাতে মাটিতে পড়ল পাক ড্রোন। পাকিস্তানের হামলার রাতভর জবাব ভারতের তিন বাহিনীর। স্থলবাহিনী, নৌসেনা, বায়ুসেনার একযোগে অপারেশন। লাহৌর, করাচি রাওয়ালপিণ্ডি সমেত পাকিস্তানের ১৬টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি। শুধু হামলা নয়, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান। সাম্বা সেক্টরে গভীর রাতে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা ১২ পাক জঙ্গির। সতর্ক বিএসএফ, গুলিতে নিহত ৭ জইশ জঙ্গি। পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর রাত থেকে টানা গোলাবর্ষণ পাক সেনার। পাক সেনার গোলাবর্ষণের কড়া জবাব দিচ্ছে ভারতও। ভারতের প্রত্যাঘাতের ভয়ে থরহরিকম্প পাকিস্তান।
এদিকে, রাজস্থানের জয়সলমেরের কাছে মিলল মর্টার শেল। ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী ও পুলিশ। জয়সলমের থেকে চার কিলোমিটার দূরে মিলল মর্টার শেল। এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
রাতভর সীমান্তের বিভিন্ন জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে গিয়েছে পাকিস্তান। ৫০টি পাক ড্রোনকে গুলি করে নামায় ভারত। জানিয়েছে ভারতীয় সেনা। ভিডিও-ও প্রকাশ করেছে ভারতীয় সেনা। আতঙ্কে POK-তে রাতভর বাজানো হয় সাইরেন সাইরেন। উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা, পাঠানকোটে পাক ড্রোন ধ্বংস করে ভারতীয় সেনা। কামাল দেখিয়েছে L 70 আর্টিলারি , ZU 23 MM গান, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেম। ফলে বড় বাঁচা বেঁচে গিয়েছে জম্মু-কাশ্মীর ও উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন এলাকার মানুষ।