দেহরাদূন: উত্তরকাশীতে (Uttar Kashi) তুষারঝড়ে আটকে পড়ল ২৮ জন পর্বতারোহীর একটি দল। উত্তরকাশীতে অবস্থিত নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-এর (Nehru Institute of Mountaineering) ২৮ জন ট্রেনি পর্বতারোহী (Trainee Mountaineers) দুর্ঘটনার কবলে। মঙ্গলবার ডোকরানি বামক হিমবাহে অ্যাডভান্স-লেভেল পর্বতারোহণের জন্য ট্রেকিং করতে গিয়ে তুষারঝড়ে (Avalanche) আটকে পড়েন তাঁরা।


তুষারঝড়ের কবলে ২৮ জন শিক্ষার্থী পর্বতারোহী


সূত্রের খবর, আশঙ্কা করা হচ্ছে ১০ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৮ জনকে উদ্ধার করে বের করে আনা সম্ভব হয়েছে। আধিকারিকদের তরফে বলা হয়েছে, 'ঘটনাস্থলে যাঁরা এখনও আটকে রয়েছেন তাঁদের উদ্ধারের জন্য খোঁজ এবং রেসকিউ অপারেশন চলছে পুরোদমে।' রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি ভারতীয় বিমান বাহিনীর সাহায্যেও উদ্ধারকার্য চলছে।


 






রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকদের তরফে জানানো হয়েছে হিমবাহের যে অংশে তুষারঝড়টি হয়েছে তার উচ্চতা ৫৩০০ মিটারে, দ্রৌপদী-কা-দান্ডায়।


 






এখনও পর্যন্ত ৮ জন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। আটকে পড়ে থাকা আরও প্রায় ২১ জনকে উদ্ধারের কাজ চলছে। 


তাজা বরফ, এবং দুর্গম জায়গা হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে কারণ ভাটওয়ারি থেকে তেলা ও জঙ্গল চাট্টি হয়ে ওই স্থানে পৌঁছতে ট্রেক করে দিন দুই মতো সময় লাগে। 


আরও পড়ুন: North Korean Missile: ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, উড়ে গেল জাপানের উপর দিয়ে, বাতিল ট্রেন পরিষেবা, নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে


তুষারঝড়ে মৃতদের উদ্দেশে শোকজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।