Salary Update: মহার্ঘ ভাতা বাড়িয়ে কেন্দ্রীয় কর্মীদের বড়সড় স্বস্তি দিয়েছে মোদি সরকার। ১ জুলাই, ২০২২ থেকে মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে ৩৮ শতাংশ করেছে কেন্দ্র। সূত্রের খবর, এবার কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে পারেন আরও একটি সুখবর। মহার্ঘ ভাতার পর এবার বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর কথাও ভাবছে সরকার।


7th Pay Commission: কত শতাংশ বাড়াতে পারে HRA ?
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে, সরকারি কর্মচারীরা যে শহরে কাজ করছেন সেই অনুযায়ী তাদের বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়। এটি তিনটি বিভাগে বিভক্ত। দশম শ্রেণির কর্মচারীরা তাদের মূল বেতনের ২৭ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পান। ওয়াই ক্যাটাগরির কর্মীরা তাদের মূল বেতনের ১৮ থেকে ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পান। সেখানে জেড ক্যাটাগরির কর্মচারীদের ৯ থেকে ১০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়। এলাকা ও শহর অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়। কেন্দ্রীয় কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বর্তমান স্তর থেকে ৩ থেকে ৪ শতাংশ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।


Salary Update: এর আগেও বেড়েছে ভাতা
এর আগে ২৮ সেপ্টেম্বর উত্সবের মরসুমে মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে, মোদি সরকার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করেছে। যা ১ জুলাই, ২০২২ থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর করা হয়েছে। যে কারণে এক বছরে খরচ হবে ৬৫৯১ কোটি টাকা। ২০২২-২৩ সালের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৪৩৯৪.২৪ কোটি টাকা খরচ হবে। এই ডিএ বৃদ্ধিতে সরকার তার পেনশনভোগীদের জন্যও মূল্যবৃদ্ধি ত্রাণ বাড়িয়েছে।


7th Pay Commission: হাতে কতটা টাকা আসতে পারে ?
ধরা যাক একজন সরকারি কর্মচারীর মাসের মূল বেতন ৫৬০০০ টাকা। তাহলে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা হলে ২১২৮০ টাকা মহার্ঘ ভাতা পাওয়া যাবে। এর আগে ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা থাকায় ১৯০৪০ টাকা পাওয়া যেত। ফলে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ায় ওই ব্যক্তি প্রতিমাসে ২২৪০ টাকা বেশি পাবেন। 


Salary Update: যদি একজন কর্মচারীর মাসের মূল বেতন ১৮০০০ টাকা হয়, তাহলে ৩৪ শতাংশ হারে তিনি ৬১২০ টাকা মহার্ঘ ভাতা (Dearness Allowance) পান। এখন মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ হল, তখন মিলবে ৬৮৪০ টাকা। অর্থাৎ,প্রতি মাসে হাতে অতিরিক্ত ৭২০ টাকা আসবে।একদিকে যখন কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধি পেল, অন্যদিকে রাজ্য সরকারের ডিএ নিয়ে আদালতের লড়াই চলেছে। ইতিমধ্যেই ডিএ নিয়ে কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে আদালত। কিন্তু রাজ্য সরকারের কর্মচারীরা কবে বকেয়া ডিএ পাবেন, তা এখন অজানা।