নয়ডা : তখন মধ্যরাত। রাস্তা দিয়ে সাঁই সাঁই করে ছুটছে একটি ছেলে। বয়স কেমন হবে? এই ১৮-১৯ বা তারও কম হয়ত। কোথাও কি পৌঁছানোর তাড়া? বাড়িতে কি কারণ বিপদ? ছেলেটির কি গাড়িতে ওঠার অর্থ নেই ? না কোনওটাই নয় ! নয়ডার এই রাস্তায় ঠিক এই সময় রোজই দেখা যায় এই ছেলেটিকে। কিন্তু রবিবার রাতেই প্রথমবার দেখলেন পরিচালক বিনোদ কাপরি ( Vinod Kapri )। অবাক হয়ে গা়ড়ির গতি কমিয়ে বারবার তাঁকে লিফট দিতে চাইলেন। কিন্তু সে-ছেলে গাড়িতে চড়বেনই না !
কিন্তু কেন? এই প্রশ্ন করায় এল এক অবাক করা উত্তর। ' আমি তো রোজই দৌড়ই, এখন না দৌড়লে কখন আর দৌড়ব' । কিন্তু কেন ? প্রদীপ মেহেরা নামে ওই ছেলেটি কাজ করেন ম্যাক ডোনাল্ড স্টোরে। সেখান থেকে তাঁর বাড়ি প্রায় ১০ কিলোমিটার। আর এই রাস্তাটা দৌড়েই ফেরেন তিনি। কেন? কারণ, সেনাবাহিনীতে যোগ দিতে চান। তাই রোজ রাতে দৌড় অভ্যেস করছেন তিনি। বারবার পরিচালক লিফট দিতে চাইলেও তিনি ওঠেননি। জানালেন, এটাই তাঁর রোজকার দৌড়নোর সময়। নিয়ম ভাঙবেন না।
বাড়িতে মা-দাদা। এর মধ্যে মা গুরুতর অসুস্থ। হাসপাতালে ভর্তি। কিন্তু নিয়মে অনড় প্রদীপ। এই দীর্ঘ পথ দৌ়ড়েই ফিরবেন তিনি। তারপর বাড়ি গিয়ে দাদার জন্য় রান্না। খাওয়া দাওয়া। সকালে উঠে আবার রান্নাবান্না করে কাজে বের হওয়া। রোজকার এই কঠিন রুটিনের মাঝেই তিনি স্বপ্নটাকে লালন করে চলেছেন। আর প্রাণপণে চেষ্টা করছেন বাস্তব করার।
'বেটা, তোমার এই ভিডিও তো ভাইরাল হয়ে যাবে, তারপর?' জিগ্যেস করেছিলেন পরিচালক। সরল ছেলের অকপট উত্তর, ' কে চিনবে আমায় ... আর ভুল কাজ তো কিছু করছি না'। আর শুধু পরিচালকের গাড়িতে চড়ে বাড়ি যাওয়ার প্রস্তাব ফেরানোই নয়, ছেলেটি ফিরিয়েছেন একসঙ্গে খাবার প্রস্তাবও। কারণ , বাড়িতে গিয়ে দাদার রান্নাটা তবে করবে কে !