প্রকাশ সিনহা, নয়া দিল্লি : কয়লা পাচারকাণ্ডের তদন্তে  ইডির দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিন ঘন্টারও বেশি সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ। বিনয় মিশ্র সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রে খবর।


ইডি-র নজরে দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও। তাদের অভিযোগ, এই দুটি অ্যাকাউন্টে কয়লা পাচারের টাকা ট্রান্সফার করা হয়েছে। ইডি-র দাবি, গত ৬ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। এর পাশাপাশি, গত ৬ মাসে কয়লাকাণ্ডের তদন্তে আরও কিছু নতুন তথ্য ও প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। সেগুলিকে সামনে রেখে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে  বলে ইডি সূত্রে খবর।


এর আগে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন। ইডি বারবার দিল্লিতে তলব করায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্প্রতি, সেই আবেদন খারিজ করে আদালত। এরপরই ফের দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় ইডি।  রবিবার দিল্লি গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যাওয়ার আগে ফের বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।


এদিন কলকাতা থেকে দিল্লি রওনা দেওয়ার আগে  কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। যারা তদন্তকারী সংস্থাকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তারা আর অভিষেক এক নয়, রক্ত দেব কিন্তু মাথানত করব না' 


অভিষেককে ইডি দফতরে ডেকে পাঠানো নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ‘নারদ মামলায় নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। অথচ তাঁকে তাহলে ডাকা হচ্ছে না কেন? তাহলে কি বিজেপিতে যাঁরা চলে গেছেন তাঁদের ডাকা হবে না ? ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের বারও সব প্রশ্নের উত্তর দিয়েছেন। এবারও তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন’