নয়া দিল্লি : ভারতে ৫জি যুগের (5G Era) সূচনা। উচ্ছ্বসিত শিল্পমহল। শুধু নতুন সুযোগ-সুবিধা নিয়ে আসা-ই নয়, এই পরিষেবার হাত ধরে ভারত আগামী দিনে নেতৃত্ব দেবে বলে আশাপ্রকাশ করেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি (Reliance Industries chairman Mukesh Ambani)। তিনি বলেন, আমরা যা করে দেখালাম তার জন্য আমি গর্বিত। COAI ও টেলিকম দফতরকে জানাতে চাই, আমরা নেতৃত্ব  দেওয়ার জন্য তৈরি। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস এবার এশিয়ান মোবাইল কংগ্রেস এবং সর্বোপরি গ্লোবাল মোবাইল কংগ্রেসে পরিণত হবে। 



৫জি ও ভারতীয় অর্থনীতি-


ভারতে 5G-র বিপুল আর্থিক প্রভাব পড়বে।  অনুমান করা হচ্ছে, ২০২৩ থেকে ২০৪০ সালের মধ্যে ভারত প্রায় ৩৬.৪ ট্রিলিয়ন বা ভারতীয় মুদ্রায় ৩৬.৪ লক্ষ কোটি টাকা লাভ করতে চলেছে  5G সম্পর্কিত ব্যবসার হাত ধরে।  4G-এর তুলনায়, 5G নেটওয়ার্ক (5G নেটওয়ার্ক) অনেক গুণ দ্রুত গতি দেয়। ঝঞ্ঝাটমুক্ত সংযোগ দেবে এই প্রযুক্তি। এটি কোটি কোটি ডিভাইসকে রিয়েল টাইমে ডেটা শেয়ার করতে সক্ষম করবে। পরিসংখ্যান বলছে, দেশের সর্ববৃহৎ টেলিকম স্পেকট্রাম নিলামে রেকর্ড ১.৫ লক্ষ কোটি টাকার দর পাওয়া গেছে। এতে, শিল্পপতি মুকেশ আম্বানির জিও ৮৭,৯৪৬.৯৩ কোটি টাকার দর হাঁকিয়ে সব স্পেকট্রামের প্রায় অর্ধেক অধিগ্রহণ করেছে।


পাশাপাশি গৌতম আদানি গ্রুপ এই প্রক্রিয়ায়  ৪০০ MHz-এর জন্য ২১১.৮৬ কোটি টাকা বিড করেছে। তবে এটি পাবলিক টেলিফোন পরিষেবার জন্য ব্যবহৃত হবে না। টেলিকম জায়ান্ট ভারতী এয়ারটেল এই ৫জি নিলামে ৪৩,০৩৯.৬৩ কোটি টাকার একটি সফল বিড করেছে। যেখানে ভোডাফোন-আইডিয়া ১৮,৭৮৬.২৫ কোটি টাকায় স্পেকট্রাম কিনেছে।


এই পরিস্থিতিতে আজ ৫জি পরিষেবা সূচনার মঞ্চে দাঁড়িয়ে রিলায়্যান্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান বলেন, পরের প্রজন্মের সংযোগস্থাপন প্রযুক্তির থেকেও বড় বিষয় ৫জি পরিষেবা। আমার মতে, এটি একটি মৌলিক প্রযুক্তি যা কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট, রোবোটিক্স, ব্লকচেইন এবং মেটাভার্সের মতো ২১ শতকের অন্যান্য প্রযুক্তির সম্ভাবনাকে উজ্জীবিত করবে। 


একই রকম আশাবাদী ভারতী এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল। তিনি বলেন, খুবই গুরুত্বপূর্ণ দিন এটা। নতুন যুগের সূচনা হতে চলেছে। স্বাধীনতার ৭৫ বছরে এর শুরু হচ্ছে এবং এটি দেশে নতুন সচেতনতা, শক্তি জোগাবে। মানুষের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসবে।


আরও পড়ুন ; ৪জি-র থেকে ২০ গুণ বেশি গতি, দেশে ৫জি যুগের সূচনা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী