PM Modi To Launch 5G: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সকাল ১০টায় নয়াদিল্লির প্রগতি ময়দানে 5G পরিষেবা চালু হবে।  আজ ইন্ডিয়ান মোবাইল কনফারেন্সের (IMC)ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হবে, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


PM Narendra Modi Will Launch 5G: পঞ্চম প্রজন্মের অর্থাৎ 5G টেলিকমিউনিকেশন পরিষেবাগুলি কয়েক সেকেন্ডের মধ্যে মোবাইল ও অন্যান্য ডিভাইসে উচ্চ-মানের দীর্ঘ-মেয়াদি ভিডিও বা মুভি ডাউনলোডের সুবিধা দেবে। এটি এক বর্গকিলোমিটারে প্রায় এক লাখ কমিউনিকেশন ডিভাইস সাপোর্ট করবে। পরিষেবাটি সুপারফাস্ট গতি (4G-এর চেয়ে প্রায় ১০ গুণ দ্রুত), সংযোগের বিলম্ব কমিয়ে বিলিয়ন ডিভাইস জুড়ে রিয়েল-টাইমে ডেটা শেয়ারিং সক্ষম করবে৷ এটি 3D হলোগ্রাম কলিং, মেটাভার্স অভিজ্ঞতা ও শিক্ষার অ্যাপ্লিকেশনগুলিকে এক অন্য মাত্রা দেবে।


5G Service Launch: প্রধানমন্ত্রীর ৫জি পরিষেবা লঞ্চের সময়সূচি
সকাল ১০টায় প্রগতি ময়দানে পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদি।
তিনি ইন্ডিয়ান মোবাইল কনভেনশনের প্রদর্শনীর ফিতা কেটে তারপর পরিদর্শন করবেন।
সকাল সাড়ে ১০টায় মঞ্চে পৌঁছবেন মোদি।
প্রথমে স্বাগত বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সকাল ১০:৩৫ -এ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল ও আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা ভাষণ দেবেন।
সকাল ১০:৪৪ -এ প্রধানমন্ত্রী ইন্ডিয়ান মোবাইল কনফারেন্স-2022 এর উদ্বোধন করবেন।
সকাল ১০:৪৪ মিনিটে রিমোটে বোতাম টিপে 5G পরিষেবা চালু করবেন তিনি।
৩ টি টেলিকম পরিষেবা প্রদানকারীর 5G ব্যবহারের ক্ষেত্রে সকাল ১০:৪৭-এ উদ্বোধন করা হবে।


PM Modi To Launch 5G: দেশের ৮০ শতাংশে যেন ৫জি পরিষেবা স্বল্প সময়ের মধ্যে চালু হয় সেই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সরকারের তরফে। ইতিমধ্যেই ভারতে বিভিন্ন ৫জি স্মার্টফোন লঞ্চ হয়েছে। একাধিক নামিদামি সংস্থা ভারতের বাজারে ৫জি ফোন লঞ্চ করেছে। শুধু তাই নয়, ৫জি নেটওয়ার্ক চালু করার ব্যাপারে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন টেলিকম সংস্থা। এক্ষেত্রে তালিকায় রয়েছে রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেল। 


এশিয়ার বৃহত্তম টেলিকম, মিডিয়া এবং টেকনোলজি ফোরাম হল India Mobile Congress বা IMC। ভারত সরকারের Department of Telecommunications (DoT) এবং Cellular Operators Association of India (COAI)- এর যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই ভারতের প্রথম ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।