Congress On BJP:  এবিজি গ্রুপের (ABG Shipyard) বিরুদ্ধে দুই ডজনেরও বেশি ব্যাঙ্কের সঙ্গে প্রতারণার অভিযোগের ঘটনা নিয়ে এবার বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। কংগ্রেস রবিবার অভিযোগ করেছে, কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের সাত বছরের আমলে ব্যাঙ্কগুলির নন পারফর্মিং অ্যাসেটের (Non Performing Asset-NPA) পরিমাণ বেড়েছে। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন, ব্যাঙ্কের জালিয়াতি যাঁরা করছেন, তাঁদের জন্য ‘লুঠ করে পালিয়ে যাও’-এর পরিকল্পনা  নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। 


রণদীপ সুরজেওয়াল রবিবার একটি ট্যুইট করে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করেছেন। তিনি বলেছেন, সরকারের 2,20,00,00,00,842  টাকার জালিয়াতি হয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন, মোদি সরকারের নাকের ডগাতেই ৭৫ বছরে ভারতের সবচেয়ে বড়সড় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটল। গত সাত বছরে ৫.৩৫ লক্ষ  কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি আমাদের 'ব্যাঙ্কিং সিস্টেম'কে ধ্বংস করেছে।



এর আগে কংগ্রেস এই জালিয়াতির অভিযোগের ঘটনা বিজেপির দিকে আঙুল তুলেছিল। সাম্প্রতিক বছরগুলিতে ব্যাঙ্ক প্রতারণার ঘটনাগুলির কথা উল্লেখ করে কংগ্রেস মুখপাত্র সুরজেওয়ালা বলেছেন, নীরব মোদি, মেহুল চোক্সি, ললিত মোদি, বিজয় মাল্য, জতিন মেহতা, চেতন সন্দেসারাদের তালিকায় এবার যুক্ত হল ঋষি আগরওয়ালের নাম।


উল্লেখ্য,  গুজরাতের নীরব মোদির পর এবার গুজরাতেই বৃহত্তম ব্যাঙ্ক  প্রতারণার অভিযোগ সামনে এসেছে । দেশের ইতিহাসে বৃহত্তম ব্যাঙ্ক প্রতারণার পর্দাফাঁস হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত এবিজি শিপইয়ার্ড। এবিজি শিপইয়ার্ডের বিরুদ্ধে প্রায় ২৩ হাজার কোটির প্রতারণার অভিযোগ উঠেছে। ‘এসবিআই, আইসিআইসিআই-সহ ২৮টি ব্যাঙ্ক-আর্থিক সংস্থা থেকে ঋণ নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে গুজরাতের এবিজি শিপইয়ার্ডের বিরুদ্ধে প্রাক্তন এমডি-সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করেছে। এবিজির সুরাত, ভারুচ, মুম্বইয়ের ১৩টি দফতরে সিবিআই অভিযান চালানো হয়েছে। এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।


সিবিআই সূত্রের খবর, এই মামলায় ব্যাঙ্ক সমূহর পক্ষ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বই শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার বালাজি সিংহ সামান্তা সিবিআইয়ের কাছে ২০২০-র ২৫ অগাস্ট একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সিবিআইয়ের এফআইআর অনুসারে, গুজরাতে সুরাতে জাহাজ, সেই সংক্রান্ত সামগ্রী ও জাহাজ মেরামতি কোম্পানি এবিজি শিপইয়ার্ড ও এবিজি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সহ সংস্থার ডিরেক্টর ঋষি কমলেশ আগরওয়ালের নাম রয়েছে এই মামলায়। এফআইআরে কোম্পানির কার্যনির্বাহী নির্দেশক সান্থানাম মুথুস্বামী ও অন্য ডিরেক্টর সুশীল কুমার আগরওয়াল, রবি বিমল নিবেদিতা তথা অন্যান্য অজ্ঞাত পরিচয় আধিকারিকদের নাম রয়েছে।