ABP CVoter Exit Poll Results Live: মণিপুর বিধানসভার ফলও হতে পারে ত্রিশঙ্কু,ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে

ABP CVoter Exit Poll 2022 News and Highlights: উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুরে কোন দল সরকার গড়বে, কোন দল সবাইকে টেক্কা দেবে? এদিন ভোট শেষ হওয়ার পর জানা যাবে বুথ ফেরত সমীক্ষার ফল। 

abp ananda Last Updated: 07 Mar 2022 09:30 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ। সপ্তম তথা শেষ দফায় ভোটগ্রহণ আজ। উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুর বিধানসভার নির্বাচন আগেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। আগামী ১০ মার্চ এই পাঁচ...More

ABP CVoter Exit Poll Results 2022: মণিপুর বিধানসভার ফলও হতে পারে ত্রিশঙ্কু,ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে

গোয়ার পাশাপাশি মণিপুর বিধানসভার ফলও হতে পারে ত্রিশঙ্কু! এমনটাই ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে।সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় পাওয়া ইঙ্গিত অনুযায়ী,৬০ আসনের মণিপুর বিধানসভায় শাসক দল বিজেপি ২৩ থেকে ২৭টি আসন জিততে পারে।মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি আসন।ন্যাশনাল পিপলস পার্টি ১০ থেকে ১৪টি আসন পেতে পারে।নাগা পিপলস ফ্রন্ট ৩ থেকে ৭টি আসন ও অন্যান্যরা ২ থেকে ৬টি আসন পেতে পারে।