ABP CVoter Exit Poll Results Live: মণিপুর বিধানসভার ফলও হতে পারে ত্রিশঙ্কু,ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে

ABP CVoter Exit Poll 2022 News and Highlights: উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুরে কোন দল সরকার গড়বে, কোন দল সবাইকে টেক্কা দেবে? এদিন ভোট শেষ হওয়ার পর জানা যাবে বুথ ফেরত সমীক্ষার ফল। 

abp ananda Last Updated: 07 Mar 2022 09:30 PM
ABP CVoter Exit Poll Results 2022: মণিপুর বিধানসভার ফলও হতে পারে ত্রিশঙ্কু,ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে

গোয়ার পাশাপাশি মণিপুর বিধানসভার ফলও হতে পারে ত্রিশঙ্কু! এমনটাই ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে।সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় পাওয়া ইঙ্গিত অনুযায়ী,৬০ আসনের মণিপুর বিধানসভায় শাসক দল বিজেপি ২৩ থেকে ২৭টি আসন জিততে পারে।মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি আসন।ন্যাশনাল পিপলস পার্টি ১০ থেকে ১৪টি আসন পেতে পারে।নাগা পিপলস ফ্রন্ট ৩ থেকে ৭টি আসন ও অন্যান্যরা ২ থেকে ৬টি আসন পেতে পারে।

ABP CVoter Exit Poll Results: উত্তরাখণ্ডে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে কংগ্রেস, ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়

সি ভোটার সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী, উত্তরাখণ্ডে  ক্ষমতা বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস।সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় কংগ্রেস পেতে পারে ৩২ থেকে ৩৮টি আসন। ক্ষমতা হারিয়ে বিজেপি জয়ী হতে পারে ২৬ থেকে ৩২টি আসনে। আম আদমি পার্টি সর্বোচ্চ ২ এবং অন্য দলগুলি ৩ থেকে ৭টি আসনে জয়ী হতে পারে।

ABP CVoter Exit Poll Results 2022: গোয়া এবার ত্রিশঙ্কু বিধানসভা, ইঙ্গিত সি ভোটার বুথ ফেরত সমীক্ষায়

সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত,বিজেপির দখলে থাকা গোয়া বিধানসভায় এবার ত্রিশঙ্কু হতে পারে!সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত,৪০ আসনের গোয়া বিধানসভা নির্বাচনে ১৩ থেকে ১৭টি আসনে জিততে পারে বিজেপি।গেরুয়া শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি আসন।তৃণমূল ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি-র জোট ৫ থেকে ৯টি আসনে জিততে পারে।অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ১ থেকে ৫ আসন।


 

ABP CVoter Exit Poll Results: পাঞ্জাবে এবার পালা বদলে, ক্ষমতায় আসতে পারে আপ, ইঙ্গিত সি ভোটার বুথ ফেরত সমীক্ষায়

সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,পাঞ্জাবে এবার পালা বদলের ইঙ্গিত।কংগ্রেসের থেকে ক্ষমতা দখল করতে পারে আম আদমি পার্টি। সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত,পাঞ্জাব বিধানসভার ১১৭টি আসনের মধ্যে আম আদমি পার্টি একাই জয়ী হতে পারে ৫১ থেকে ৬১টি আসনে। অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলার ইঙ্গিত।২২ থেকে ২৮টি আসন পেতে পারে কংগ্রেস।২০ থেকে ২৬টি আসনে জয়ী হতে পারে শিরোমণি অকালি দল ও বিএসপি জোট।বিজেপি ও অমরিন্দর সিংহের দলের জোটের ঝুলিতে যেতে পারে মাত্র ৭ থেকে ১৩টি আসন।১ থেকে ৫টি আসন পেতে পারে অন্য দলগুলি।

ABP CVoter Exit Poll Results 2022: সি ভোটার এগজিট পোল অনুযায়ী, উত্তরপ্রদেশের ফের ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি

সি ভোটার এগজিট পোল অনুযায়ী, উত্তরপ্রদেশের ফের ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। দ্বিতীয় স্থানে থাকতে পারে অখিলেশের সমাজবাদী পার্টি। তৃতীয় স্থানে থাকতে পারে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস থাকতে পারে চতুর্থ স্থানে।

ABP CVoter Exit Poll Results: উত্তরপ্রদেশে প্রথম দফায় ৫৮ আসনে ভোটগ্রহণ

উত্তরপ্রদেশে প্রথম দফায় ৫৮ আসনে ভোটগ্রহণ হয়েছিল।

ABP CVoter Exit Poll Results 2022: কিছুক্ষণ পরেই বুথ ফেরত সমীক্ষার ফল

আর কিছুক্ষণ পরেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল।

ABP CVoter Exit Poll Results: উত্তরপ্রদেশে সরকার গঠনে আশাবাদী অখিলেশ

সপ্তম তথা চূড়ান্ত দফার ভোটের পর উত্তরপ্রদেশে সরকার গঠন নিয়ে আশাবাদী সমাজবাদী পার্টি প্রধান। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অখিলেশ দাবি করেছেন, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশে সরকার গড়তে চলেছে সমাজবাদী পার্টি জোট।

ABP CVoter Exit Poll Results 2022: উত্তরাখণ্ডে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠিত হবে, বললেন তীরথ সিংহ রাওয়াত

উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীরথ সিংহ রাওয়াত দাবি করেছেন, এবার রাজ্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠিত হবে। তিনি বলেছেন, কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে রাজ্যেরপ মানুষের কোনও মাথাব্যাথা নেই। তাঁদের শুধু উন্নয়ন দরকার। এবার রাজ্যে ভোট হয়েছে উন্নয়নের ইস্যুতে।

ABP CVoter Exit Poll Results: উত্তরপ্রদেশে সপ্তম দফায় বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৫৪.১৮ শতাংশ

নির্ধারিত সময়সীমা অনুযায়ী, উত্তরপ্রদেশে সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হল। বিকেল পাঁচটা ভোটদানের হার ৫৪.১৮ শতাংশ।

ABP CVoter Exit Poll Results 2022: উত্তরাখণ্ডে ২০১৭-র বিধানসভা নির্বাচনে ফল

উত্তরাখণ্ডে ২০১৭-র বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। তারা জিতেছিল ৫৬ আসনে। কংগ্রেস পেয়েছিল মাত্র ১১ আসন। অন্যদের খাতায় গিয়েছিল ৩ আসন।

ABP CVoter Exit Poll Results: পঞ্জাবে গতবারের ভোটে কোন দল কত আসন পেয়েছিল?

পঞ্জাবে ২০১৭-র বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছিল কংগ্রেস। কংগ্রেস পেয়েছিল ৭৭ আসন। অকালি দল ১৫ ও বিজেপি ৩ আসনে জয়ী হয়েছিল। আম আদমি পার্টি ২০ আসনে জয়ী হয়েছিল। অন্যদের দখলে গিয়েছিল ২ আসন।

ABP CVoter Exit Poll Results 2022: গোয়াতে ২০১৭-র বিধানসভা নির্বাচনের ফলাফল

গোয়াতে ২০১৭-র বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৩ আসন। কংগ্রেস জিতেছিল ১৭ আসনে। যদিও ভোটের পর জোট গঠন করে সরকার তৈরি করতে সক্ষম হয়েছিল বিজেপি। এমজিপি তখন ৩ আসন ও অন্যান্য সাত আসন পেয়েছিল। 

ABP CVoter Exit Poll Results: রাকেশ টিকায়েতের অভিযোগ

ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকায়েত অভিযোগ করেছেন যে, ১০ মার্চের ভোট গণনার দিন ক্ষমতাসীন দল ভোটগণনা প্রভাবিত করতে পারে। তাঁর অভিযোগ, বিজেপি ভোটগণনার দিন অনৈতির উপায় অবলম্বন করতে পারে।

ABP CVoter Exit Poll Results 2022: পঞ্জাবে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

পঞ্জাবে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। গত ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে ১১৭ আসনে ভোটগ্রহণ হয়েছিল। পঞ্জাবে এবার লড়াইয়ের আসরে রয়েছে কংগ্রেস, অকালি দল, আম আদমি পার্টি, বিজেপি ও অমরিন্দর সিংহর দলের জোট এবং কৃষক সংগঠনগুলির দল। প্রত্যেক পক্ষই নিজেদের জয়ের দাবি করেছে। যদিও ফল কী হবে তা জানা যাবে ১০ মার্চ।


 

ABP CVoter Exit Poll Results:২০১৭-তে উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি

২০১৭-তে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ৩২৫ আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছিল। ক্ষমতাসীন সমাজবাজী পার্টিতে মাত্র ৪৭ আসনে জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। বিএসপি পেয়েছিল মাত্র ১৯ আসন। কংগ্রেসের খাতায় গিয়েছিল সাত আসন। অন্যদিকে, আরএলডি ১ এবং অন্যান্যদের প্রাপ্ত আসন ছিল ৪।

ABP CVoter Exit Poll Results 2022: উত্তরপ্রদেশে বিকেল ৩ টে পর্যন্ত ভোটদানের হার ৪৬.৪০ শতাংশ

সপ্তম দফার ভোটে উত্তরপ্রদেশে বিকেল ৩ টে পর্যন্ত ভোটদানের হার ৪৬.৪০ শতাংশ

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ। সপ্তম তথা শেষ দফায় ভোটগ্রহণ আজ। উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুর বিধানসভার নির্বাচন আগেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। আগামী ১০ মার্চ এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসবে। ভোটের ফল ঘোষণার আগে আজ সবার নজর থাকবে বুথ ফেরত সমীক্ষার দিকে। উত্তরপ্রদেশ(Uttarpradesh Election 2022), উত্তরাখণ্ড (Uttarakhand Election 2022), পাঞ্জাব (Punjab Election 2022), গোয়া (Goa Election 2022) ও মণিপুরে (Manipur Election 2022) কোন দল বা কোন জোট সরকার গড়বে, কোন দল সবাইকে টেক্কা দেবে? এদিন ভোট শেষ হওয়ার পর জানা যাবে বুথ ফেরত সমীক্ষার ফল।  এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষা (ABP CVoter Exit Poll 2022) শুরু হয়েছে  বিকেল চারটেয়।  টিভির পর্দা ছাড়াও এই বুথ ফেরত সমীক্ষা দেখতে ক্লিক করুন এবিপি আনন্দের ওয়েবসাইট https://bengali.abplive.com/  , লাইভ টিভি https://bengali.abplive.com/live-tv, https://www.facebook.com/abpananda ও ইউটিউব লিঙ্ক https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10


রাত ৮ টা থেকে ঘণ্টাখানেক  সঙ্গে সুমন অনুষ্ঠানে দেখা যাবে বুথ ফেরত সমীক্ষার ফল।


বিশেষজ্ঞরা বিশ্লেষণ করবেন, এবার উত্তরপ্রদেশের মানুষ কোন দলকে বেছে নিচ্ছেন? পঞ্জাবেই বা সরকার গড়তে চলেছে কোন দল?মণিপুর, গোয়া, উত্তরাখণ্ডে শেষ হাসি হাসতে চলেছে কারা?


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.