নয়াদিল্লি: বায়ুসেনায় (iaf) রেজিস্ট্রেশন শুরু হয়েছে আগেই। এবার ভারতীয় নৌবাহিনীও (indian navy)অগ্নিপথ (agnipath)প্রকল্পের আওতায় নিয়োগ শুরু করল। আগামী ১ জুলাই থেকে 'অগ্নিবীর' (agniveer)হিসেবে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা যাবে, জানা গিয়েছে নতুন বিজ্ঞপ্তিতে।
কী রয়েছে ঘোষণায়:
শনিবার যা জানা গিয়েছে, সেটি অনুযায়ী দুটি ক্যাটেগরিতে আবেদন করা যাবে। প্রথম ক্যাটেগরির নাম অগ্নিবীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটমেন্ট। এই পদে নিয়োগের সুযোগ পেতে হলে ১০+২ পর্যন্ত লেখাপড়া করতে হবে। তবে এক্ষেত্রে যাঁরা একাদশ-দ্বাদশে বিজ্ঞান নিয়ে লেখাপড়া করবেন, তাঁদেরই আবেদনের সুযোগ থাকবে। দ্বিতীয় ক্যাটেগরি অর্থাৎ এমআর হিসেবে চাকরি পেতে হলে দশম শ্রেণি পাশ করলেই হবে।
কবে ও কী ভাবে ভর্তি প্রক্রিয়া হবে, সেই সংক্রান্ত ক্যালেন্ডার আজই প্রকাশ হওয়ার কথা। তবে আপাতত যা খবর, তাতে ২০২২ সালে অগ্নিবীর পদে নিয়োগের জন্য আগামী ১৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। চূড়ান্ত নির্বাচনের জন্য পরীক্ষা হওয়ার কথা। অক্টোবরের মাঝামাঝি পরীক্ষা হওয়ার কথা, বলছে সূত্র।
বিতর্কের অগ্নিপথ:
অগ্নিপথ নিয়ে বিতর্কের আগুন এখনও পুরোপুরি নেভেনি। তার মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় প্রতিরক্ষাবাহিনী। গত কাল সকাল থেকে রেজিস্ট্রেশন উইন্ডো চালু করে দেয় বায়ুসেনা। এবার দরজা খুলল নৌসেনাও। কিন্তু এই প্রকল্পের আওতায় নিয়োগ ঘিরে যে প্রশ্নগুলো উঠেছিল, তার উপযুক্ত উত্তর এখনও মেলেনি বলে দাবি নানা মহলের। বিরোধী শিবির থেকে সেনা বিশেষজ্ঞদের বড় অংশ, অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন এই ধরনের নিয়োগের ফলে প্রতিরক্ষাবাহিনীর গড় দক্ষতা কমে যেতে পারে যার প্রভাব পড়বে দেশের নিরাপত্তায়। যাঁরা প্রতিরক্ষাক্ষেত্রে স্থায়ী নিয়োগের কথা ভেবে এত দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁরাও এই ধরনের প্রকল্পে অত্য়ন্ত ক্ষুব্ধ। সব মিলিয়ে এখনও অস্থিরতা কাটেনি। তার মধ্য়েই নিয়োগের কাজ শুরু হওয়ায় আশঙ্কা বাড়ছে নানা মহলে।
আরও পড়ুন: অগ্নিবীর হতে চান? কোন পদে কী যোগ্যতা? জেনে নিন এখনই