Agnipath Scheme Protest Live: 'অগ্নিপথ' নিয়ে সেনার সাংবাদিক বৈঠক

অগ্নিপথ (Agnipath)-বিরোধিতায় দেশজুড়ে ভারত বন‍্‍ধের ডাক। অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে পথে নামল এসএফআই (SFI)।এদিন বর্ধমান রাজ কলেজের সামনে থেকে পার্কাস রোড মোড় পর্যন্ত মিছিল করেন এসএফআই সদস্যরা।

abp ananda Last Updated: 21 Jun 2022 10:41 PM

প্রেক্ষাপট

কলকাতা: অগ্নিপথ (Agnipath)-বিরোধিতায় দেশজুড়ে ভারত বন‍্‍ধের ডাক। অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে পথে নামল এসএফআই (SFI)।এদিন বর্ধমান রাজ কলেজের সামনে থেকে পার্কাস রোড মোড় পর্যন্ত মিছিল করেন এসএফআই সদস্যরা। পার্কাস রোড...More

Agnipath Protest 2022: প্রভাব পড়বে না সেনার দক্ষতায়, জানাল সেনা

সেনার দক্ষতার ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না অগ্নিপথ প্রকল্পে, জানিয়েছে সেনা।