চেন্নাই: আদৌ কি শুক্রবার আউট ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি? চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল কেকেআরের। সেই ম্যাচে খুব বাজেভাবে হেরেছে সিএসকে। ম্যাচে মাত্র ১ রান করতে পেরেছিলেন এম এস ধোনি। ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান বোর্ডে তুলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন সুনীল নারাইন। আর এই তিন উইকেটের মধ্যে ধোনির উইকেটও রয়েছে। কিন্তু হঠাৎ ধোনির আউট নিয়ে বিতর্ক কেন হল?
প্রথমে ব্যাট করতে নেমেছিল সিএসকে। কেকেআর স্পিনারদের দাপটে বোলিংয়ের জন্য প্রথম থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে হলুদ জার্সিধারীরা। এমনিতেই রুতুরাজ গায়কোয়াড চোটের জন্য ছিটকে গিয়েছেন টুর্নামেন্ট থেকে। ফলে অফফর্মের রাহুল ত্রিপাঠীকেই খেলাতে হয় ম্য়ানেজমেন্টের। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ইনিংসের ১৬ তম ওভারে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। নারাইন আক্রমণে আসেন এরপর। নারাইনের বিরুদ্ধে এর আগেও বারবার আউট হয়েছেন এমএসডি। এদিনও তাঁর ব্যতিক্রম হল না। প্রথম দুটো বল ডিফেন্স করলেও তৃতীয় বলেই লেগবিফোর হয়ে ফিরে যান সিএসকে অধিনায়ক। ধোনি সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েছিলেন। কিন্তু সেই রিভিউ দেখেও থার্ড আম্পায়ার আউটের ঘোষণা করেন। কিন্তু আলট্রাএজে দেখা যায় যে ব্যাটের পাশ দিয়ে বল যখন পার হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে স্পাইকে কিছু একটা দেখা যাচ্ছে। কিন্তু থার্ড আম্পায়ার অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ধোনির আউট নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
এদিকে, চিপকের মাটিতে কেকেআরের ঘুরে দাঁড়ানোর রাতে বলে-ব্যাটে জ্বলে উঠলেন সুনীল নারাইন। প্রথমে বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ৩ উইকেট। তারপর ব্যাট হাতে ইনিংস ওপেন করতে নেমে ১৮ বলে ৪৪ রানের ঝড়। নারাইন একাই লণ্ডভণ্ড করে দিলেন চেন্নাই সুপার কিংসকে। অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তনের ম্য়াচে কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে তিক্ত স্মৃতি নিয়ে মাঠ ছাড়তে হল। চেন্নাইয়ের ডেরায় চেন্নাইকে ৮ উইকেটে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়নরা। ৫৯ বল বাকি থাকতে ম্যাচ জিতল কেকেআর।
আরও পড়ুন: কলকাতায় এসেছি আইএসএল চ্যাম্পিয়ন হতেই, মোহনবাগানকে হুঁশিয়ারি বেঙ্গালুরুর কোচের