Agnipath Scheme Protest Live: অগ্নিপথ বিক্ষোভে ধুন্ধুমার, রেল যোগাযোগে ধাক্কা
Agnipath Scheme Violence Latest Updates: অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র ১২ রাজ্য। একাধিক জায়গায় ট্রেনে আগুন। নিয়োগ-বিতর্কে তুলকালাম বিহারের বেতিয়ায়।
সেনায় চার বছরের নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতা করে মোদি সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর। কংগ্রেস সাংসদ ট্যুইটে লিখেছেন, অগ্নিপথ- যুব সম্প্রদায় খারিজ করেছে। কৃষি আইন বাতিল করেছেন কৃষকরা। নোটবন্দি মানেননি অর্থনীতিবিদরা। GST নাকচ করেছেন ব্যবসায়ীরা। দেশের মানুষ কী চান, তা প্রধানমন্ত্রী বোঝেন না। কারণ, তিনি শুধু তাঁর বন্ধুদের কথা শোনেন।
রাজধানীতেও অগ্নিপথ বিক্ষোভের আঁচ। দিল্লির বিভিন্ন জায়গায় অবিলম্বে প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। আম আদমি পার্টির ছাত্র সংগঠন ছাত্র-যুব সংঘর্ষ সমিতি আজ অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ দেখায় বিভিন্ন জায়গায়। পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে।
চাকরির নিশ্চয়তা যদি না থাকে তাহলে কীভাবে সেনাবাহিনীর দৃঢ়তা বজায় থাকবে। সংসদে বিষয়টি আলোচনা হওয়া জরুরি। প্রতিক্রিয়া কংগ্রেস নেতা অধীর চৌধুরীর।
এই বিক্ষোভের পিছনে আসলে চক্রান্ত আছে। বিজেপি শাসিত রাজ্যগুলিকে টার্গেট করা হচ্ছে। এই প্রকল্প আসলে এক ঐতিহাসিক ব্যাপার। যুব সম্প্রদায়কে ভুল বোঝানো হচ্ছে। প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
এদিন সকালে হাওড়া ব্রিজেও রাস্তা অবরোধের চেষ্টা করা হয়। ব্রিজের ওপর বসে পড়ে আচমকা শারীরিক কসরত্ করতে শুরু করেন অনেকে। উত্তর বন্দর থানার পুলিশ ও হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের কর্মীরা এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
অগ্নিপথ প্রকল্পের বিরোধিতার আঁচে ব্যাপকভাবে প্রভাবিত রেল পরিষেবা। রেল সূত্রের খবর, শুক্রবার দেশজুড়ে অন্তত ৩৪০টি ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে। বাতিল হয়েছে ৯৪টি মেল ট্রেন ও ১০৪টি প্যাসেঞ্জার ট্রেন। যার জেরে চরম দুর্ভোগে পড়তে হয়েছে ট্রেনযাত্রীদের।
বাতিল বিভূতি এক্সপ্রেস, মিথিলা এক্সপ্রেস, শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস। বাতিল হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, পূর্বাঞ্চল এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস। পূর্বা এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড, জয়নগর হাওড়া এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন।
অগ্নিপথ-বিক্ষোভের সরাসরি প্রভাব ট্রেন সফরে। বাতিল একাধিক ট্রেন। বাতিল হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস। বাতিল আসানসোল-গোরক্ষপুর এক্সপ্রেস, মালদা টাউন-পাটনা এক্সপ্রেস।
হরিয়ানায় বন্ধ করা হল ইন্টারনেট, এসএমএস পরিষেবা। বিভিন্ন স্টেশনে আটকে বহু ট্রেন, চরমে যাত্রী-দুর্ভোগ। ট্রেন-স্টেশনের পাশাপাশি তাণ্ডব রাস্তাতেও, বাস-গাড়ি ভাঙচুর।
বিহার, উত্তরপ্রদেশ, তেলঙ্গানায় ট্রেনে আগুন। আন্দোলন-আঁচ দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ডেও। অবরোধ, বিক্ষোভ হরিয়ানা, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে।
বিহারের উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা সশস্ত্র দুষ্কৃতীদের। বিহারে বিজেপির রাজ্য সভাপতির বাড়িতেও ভাঙচুর।
বিহারের লখিসরাইয়ে ট্রেনে আগুন, ভাঙচুর, মৃত্যু একজনের। সাসারামে পুলিশের উপর গুলি চালানোর অভিযোগ। অগ্নিপথ-বিতর্কে তুলকালাম বিহারের বেতিয়ায়।
সেকেন্দ্রাবাদে স্টেশনে গণ্ডগোল থামাতে পুলিশের ‘গুলি’। পুলিশের বিরুদ্ধে ১৭ রাউন্ড গুলি চালানোর অভিযোগ, মৃত্যু একজনের। আহত ১৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
সেকেন্দ্রাবাদে স্টেশনে গণ্ডগোল থামাতে পুলিশের ‘গুলি’। পুলিশের বিরুদ্ধে ১৭ রাউন্ড গুলি চালানোর অভিযোগ, মৃত্যু একজনের। আহত ১৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র ১২ রাজ্য, মৃত্যু ২ জনের
প্রেক্ষাপট
অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র ১২ রাজ্য। সেকেন্দ্রাবাদে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, মৃত ১। আহত ১৩। বিহারের লখিসরাইয়ে ট্রেনে আগুন, ভাঙচুর। মৃত্যু যাত্রীর।
অগ্নিপথের বিরোধিতায় অগ্নিগর্ভ বিহার (Bihar)। সমস্তিপুর, লখিসরাই, সুপৌল,ইসলামপুর, দানাপুরে- ৬টি ট্রেনে আগুন। সাসারামে পুলিশের উপর গুলি চালানোর অভিযোগ।
নিয়োগ-বিতর্কে তুলকালাম বিহারের বেতিয়ায় (Betia)। উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতে হামলা সশস্ত্র দুষ্কৃতীদের। ভাঙচুর বিজেপির রাজ্য সভাপতির বাড়িতেও।
উত্তরপ্রদেশের মথুরা থেকে রাজস্থানের (Rajasthan) ভরতপুর। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ-আরপিএফের তুমুল সংঘর্ষ, পাথরবৃষ্টি। আন্দোলন-আঁচ দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ডেও।
কেন্দ্রের অগ্নিপথ-বিরোধিতায় দেশজুড়ে আন্দোলন। ট্রেনে আগুন-ভাঙচুর। ভোগান্তি যাত্রীদের। স্টেশনে স্টেশনে আটকে অসংখ্য যাত্রী। তাণ্ডব রাস্তাতেও। ভোগান্তি চরমে।
অগ্নিপথ আন্দোলনের ঢেউ বাংলায় (Agnipath)। হাওড়া ব্রিজে বিক্ষোভ। পুরুলিয়া শহরের কাছে অবরোধ। নিউ জলপাইগুড়িতে উত্তেজনা। ট্রেন আটকে ২ ঘণ্টার বিক্ষোভ ঠাকুরনগরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -