Agnipath Scheme Protest Live: অগ্নিপথ বিক্ষোভে ধুন্ধুমার, রেল যোগাযোগে ধাক্কা

Agnipath Scheme Violence Latest Updates: অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র ১২ রাজ্য। একাধিক জায়গায় ট্রেনে আগুন। নিয়োগ-বিতর্কে তুলকালাম বিহারের বেতিয়ায়।

abp ananda Last Updated: 17 Jun 2022 11:55 PM

প্রেক্ষাপট

অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র ১২ রাজ্য। সেকেন্দ্রাবাদে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, মৃত ১। আহত ১৩। বিহারের লখিসরাইয়ে ট্রেনে আগুন, ভাঙচুর। মৃত্যু যাত্রীর।অগ্নিপথের বিরোধিতায় অগ্নিগর্ভ বিহার (Bihar)। সমস্তিপুর, লখিসরাই, সুপৌল,ইসলামপুর, দানাপুরে- ৬টি...More

Agnipath Scheme Protest Live: অগ্নিপথ প্রকল্প নিয়ে মোদিকে টুইট-খোঁচা রাহুল গান্ধীর

সেনায় চার বছরের নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতা করে মোদি সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর। কংগ্রেস সাংসদ ট্যুইটে লিখেছেন, অগ্নিপথ- যুব সম্প্রদায় খারিজ করেছে। কৃষি আইন বাতিল করেছেন কৃষকরা। নোটবন্দি মানেননি অর্থনীতিবিদরা। GST নাকচ করেছেন ব্যবসায়ীরা। দেশের মানুষ কী চান, তা প্রধানমন্ত্রী বোঝেন না। কারণ, তিনি শুধু তাঁর বন্ধুদের কথা শোনেন।