Agnipath Scheme Protest Live: অগ্নিপথ বিক্ষোভে ধুন্ধুমার, রেল যোগাযোগে ধাক্কা
Agnipath Scheme Violence Latest Updates: অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র ১২ রাজ্য। একাধিক জায়গায় ট্রেনে আগুন। নিয়োগ-বিতর্কে তুলকালাম বিহারের বেতিয়ায়।
abp ananda Last Updated: 17 Jun 2022 11:55 PM
প্রেক্ষাপট
অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র ১২ রাজ্য। সেকেন্দ্রাবাদে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, মৃত ১। আহত ১৩। বিহারের লখিসরাইয়ে ট্রেনে আগুন, ভাঙচুর। মৃত্যু যাত্রীর।অগ্নিপথের বিরোধিতায় অগ্নিগর্ভ বিহার (Bihar)। সমস্তিপুর, লখিসরাই, সুপৌল,ইসলামপুর, দানাপুরে- ৬টি...More
অগ্নিপথ-বিরোধিতায় রণক্ষেত্র ১২ রাজ্য। সেকেন্দ্রাবাদে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, মৃত ১। আহত ১৩। বিহারের লখিসরাইয়ে ট্রেনে আগুন, ভাঙচুর। মৃত্যু যাত্রীর।অগ্নিপথের বিরোধিতায় অগ্নিগর্ভ বিহার (Bihar)। সমস্তিপুর, লখিসরাই, সুপৌল,ইসলামপুর, দানাপুরে- ৬টি ট্রেনে আগুন। সাসারামে পুলিশের উপর গুলি চালানোর অভিযোগ।নিয়োগ-বিতর্কে তুলকালাম বিহারের বেতিয়ায় (Betia)। উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতে হামলা সশস্ত্র দুষ্কৃতীদের। ভাঙচুর বিজেপির রাজ্য সভাপতির বাড়িতেও।উত্তরপ্রদেশের মথুরা থেকে রাজস্থানের (Rajasthan) ভরতপুর। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ-আরপিএফের তুমুল সংঘর্ষ, পাথরবৃষ্টি। আন্দোলন-আঁচ দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ডেও।কেন্দ্রের অগ্নিপথ-বিরোধিতায় দেশজুড়ে আন্দোলন। ট্রেনে আগুন-ভাঙচুর। ভোগান্তি যাত্রীদের। স্টেশনে স্টেশনে আটকে অসংখ্য যাত্রী। তাণ্ডব রাস্তাতেও। ভোগান্তি চরমে। অগ্নিপথ আন্দোলনের ঢেউ বাংলায় (Agnipath)। হাওড়া ব্রিজে বিক্ষোভ। পুরুলিয়া শহরের কাছে অবরোধ। নিউ জলপাইগুড়িতে উত্তেজনা। ট্রেন আটকে ২ ঘণ্টার বিক্ষোভ ঠাকুরনগরে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Agnipath Scheme Protest Live: অগ্নিপথ প্রকল্প নিয়ে মোদিকে টুইট-খোঁচা রাহুল গান্ধীর
সেনায় চার বছরের নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতা করে মোদি সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর। কংগ্রেস সাংসদ ট্যুইটে লিখেছেন, অগ্নিপথ- যুব সম্প্রদায় খারিজ করেছে। কৃষি আইন বাতিল করেছেন কৃষকরা। নোটবন্দি মানেননি অর্থনীতিবিদরা। GST নাকচ করেছেন ব্যবসায়ীরা। দেশের মানুষ কী চান, তা প্রধানমন্ত্রী বোঝেন না। কারণ, তিনি শুধু তাঁর বন্ধুদের কথা শোনেন।