Ahmedabad Plane Crash: জানুয়ারি মাসে বিয়ে হয়েছিল। তারপর থেকে স্বামীর সঙ্গে আর দেখা হয়নি। এবার লন্ডন নিবাসী স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন খুশবু। প্রথম উড়ান ছিল তাঁর। আর সেটাই সম্ভবত হয়ে গেল শেষবারের মতো বিমানযাত্রা। কারণ বৃহস্পতিবার আমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যে বিমান ভেঙে পড়েছে টেক অফের পরেই, সেখানে যাত্রী ছিলেন খুশবু। যেহেতু এখনও পর্যন্ত একজনেরই জীবিত থাকার খবর পাওয়া গিয়েছে, তাই অনুমান, হয়তো আমদাবাদের বিমান দুর্ঘটনায় আরও অনেকের মতোই মৃত্যু হয়েছে এই তরুণীরও। 

 

রাজস্থানের বালোত্রা জেলার আরাবা গ্রামের বাসিন্দা খুশবু রাজপুরোহিত। এবছর জানুয়ারি মাসের তাঁর বিয়ে হয়েছিল মানফুল সিংয়ের সঙ্গে। লন্ডনে থাকেন মানফুল। সেখানেই পড়াশোনা করেন। বিয়ের পর থেকে আর দেখা হয়নি মানফুল এবং খুশবুর। এবার বরের কাছে যাচ্ছিলেন নববিবাহিতা। একদিকে স্বামীর সঙ্গে এতদিন পর দেখা হওয়ার খুশি, অন্যদিকে পরিবারকে ছেড়ে একা একা এত দূরের সফরে যাওয়া, ভয়-আনন্দ মিশিয়ে এক অদ্ভুত অনুভূতি ছিল খুশবুর মনে। এক্স মাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু ছবি, ভিডিওতে দেখা গিয়েছে, পরিবারের মহিলাদের থেকে বিদায় নিচ্ছেন খুশবু। আলিঙ্গন করছেন সকলে। চোখের জলে মেয়েকে বিদায় দিচ্ছেন বাড়ির মহিলারা। কাঁদছেন খুশবু নিজেও। আবার বিমানবন্দরের বাইরে এক আত্মীয়ের সঙ্গে জড়িয়ে ধরে 'গুডবাই' বলতেও দেখা গিয়েছে তাঁকে। চোখেমুখে লেগে ছিল উজ্জ্বল হাসি। তবে এটাই যে শেষবারের মতো বাড়ির মেয়ের সঙ্গে আলিঙ্গন হবে তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি কেউ।