শ্রীনগর: অমরনাথ যাত্রা চলছে। তীর্থযাত্রায় নাম লিখিয়েছেন বহু পুণ্যার্থী। এরই মাঝে বিপত্তি। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল দুটি সেতু। কিন্তু, বিপদে সহায় ভারতীয় সেনা। রেকর্ড সময়ে দুটি সেতুই মেরামত করল ভারতীয় সেনার চিনার কর্পস। কাশ্মীরের ব্রারিমার্গের (Brarimarg) বালতালের (Baltal Axis) ঘটনা। এক রাতের মধ্যে সারিয়ে দেওয়া হয়েছে সেতুগুলি। সেতুদুটি খারাপ থাকলে অমরনাথ যাত্রীদের অন্তত আরও চারঘণ্টা অতিরিক্ত সময় খরচ করে ঘুরপথে যেতে হতো। সূত্রের খবর, বালতালের পথে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে নালাগুলি উপচে ধস নেমেছিল।
রেকর্ড সময়ে জোড়া সেতু মেরামতির বিষয়টি জানানো হয়েছে ভারতীয় সেনার চিনার কর্পসের টুইটার হ্যান্ডেলে। দেওয়া হয়েছে ছবিও।
চিনার কর্পস:
ভারতীয় সেনার চিনার কর্পস (Chinar Corps) XV বা 15 Corps নামেও পরিচিত। শ্রীনগরেই এই ব্যাটেলিয়নের হেডকোর্য়াটার। জম্মু-কাশ্মীর উপত্যকায় যেকোনও সেনা অভিযানের দায়িত্বে থাকে এই বাহিনী। একাধিক অভিযানে এবং উদ্ধারকাজে বারবার দারুণ সাহসিকতা ও পারদর্শিতার পরিচয় দিয়েছে ভারতীয় সেনার এই বাহিনী।
দক্ষতার পরিচয়:
এএনআই সূত্রের খবর, ৩০ জুন রাত থেকে হঠাৎ তাপমাত্রা বাড়ে ওই এলাকার। সেই কারণেই নালাগুলি উপচে বালতাল রুটে কালীমাতার কাছে সেতু ভেঙে যায়। তারপরেই আসরে নামে চিনার কর্পসের 13 Engineer Regiment. তারাই দ্রুত সম্পূর্ণ নতুন একটি সেতু তৈরি করে দেয়। তাতেই বিশেষ বাধাপ্রাপ্ত হয়নি অমরনাথ যাত্রা। কোভিড ধাক্কা কাটিয়ে দুই বছর পরে চলতি বছরে ৩০ জুন থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা।