নয়াদিল্লি: বছর ঘুরলেই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এরইমধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট সংক্রান্ত দলের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিলেন  বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ব্যাপারে দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেন তিনি। রাজধানীর ১১ অশোক রোজে এই বৈঠরে বিজেপি সংগঠনমন্ত্রী বিএল সন্তোষ সহ দলের অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। বৈঠকে তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিলেন অমিত শাহ। সেইসঙ্গে নির্বাচনগুলিতে দলের রণকৌশল সম্পর্কেও তিনি আলোচনা করেছেন বলে জানা গেছে।  বৈঠকে পিযুষ গয়াল ও বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিংহও উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য আগামী বছরই উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন হবে। পঞ্জাব ছাড়া বাকি রাজ্যগুলিতে বিজেপিরই সরকার রয়েছে। পঞ্জাবে  ক্ষমতা দখল ও বাকি চার রাজ্যে ক্ষমতা ধরে রাখাই বিজেপির লক্ষ্য। 


Manmohan Singh Hospitalised: শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লি এইমসে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ


এর আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ গত সোমবার উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারন করতে বৈঠকে বসেছিলেন। জেপি নাড্ডার সঙ্গে বিএল সন্তোষ, কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তরপ্রদেশে ভোটে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা ধর্মেন্দ্র প্রধান, রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিংহ ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদর (সংগঠন) সুনীল বনশল প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে যোগ দিয়েছিলেন।  দলের ১১, অশোক রোডের সদর দফতরেই ওই বৈঠক হয়েছিল। ওই দফতর এখন  নির্বাচন সংক্রান্ত ওয়ার রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে।


Aryan Khan Drug Case: আরিয়ান খানের জামিন মঞ্জুর হল না আজও, বৃহস্পতিবার ফের শুনানি


সূত্রের খবর, বিজেপি উত্তরপ্রদেশে আগামী ১০০ দিনে ১০০ কর্মসূচী আয়োজনের ব্লুপ্রিন্ট তৈরি করেছে। দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ এই রাজ্যে অনগ্রসর শ্রেণীর জন্য ২০০ টিরও বেশি সম্মেলনের আয়োজন করা হবে।