কুর্নুল : অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৪ জনের। আহত আরও ৪ জন।


আজ ভোরে মাদরপুর গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে নিহতদের মধ্যে রয়েছেন আট মহিলা। এক শিশুও রয়েছে প্রাণ হারানোদের হতভাগ্যদের তালিকায়।


সংবাদসংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ১৮ জন আরোহী নিয়ে যাচ্ছিল বাসটি। জানা যাচ্ছে, বাড়তি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি প্রথমে ধাক্কা মারে ডিভাইডারে। তারপর তা ডিভাইডার টপকে অন্য লেনে ঢুকে পড়লে উল্টোদিক থেকে আসা লরি সজোরে ধাক্কা মারে বাসটিতে।


গোটা ঘটনার শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। আহতদের সবরকম চিকিৎসা সহায়তা ও মৃতদের পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।


মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি করা শোকবার্তায় জগনমোহন রেড্ডি বলেছেন, 'যাবতীয় উদ্ধারকার্যের পাশাপাশি মেডিকেল সাহায্যের সব দিক দেখতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর অফিস থেকে। এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের সকলের পরিবারের প্রতি সমবেদনা রইল।'


 



 


দুদিন আগেই বিশাখাপত্তনমের আরাকুতে খাদে পড়ে গিয়েছিল যাত্রীবোঝাই বাস। সেই দুর্ঘটনায় আহত হয়েছিলেন ৩০ জন। প্রাণ হারিয়েছিলেন ৮ জন।