নয়াদিল্লি: অরবিন্দ কেরজরিওয়ালের আম আদমি পার্টিতে (Aam Aadmi Party/AAP) যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগের (Virendra Sehwag) দিদি তথা সমাজকর্মী অঞ্জু সহবাগ (Anju Sehwag)। শুক্রবার দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে আপ-এ যোগ দেন তিনি।


এর আগে, ২০১২ সালে কংগ্রেসের হয়ে দিল্লি পুর নির্বাচনে অংশ নেন অঞ্জু। সে বার দক্ষিণপুরী এক্সটেনশন ওয়ার্ড থেকে বিজয়ী হয়ে কাউন্সিলরও হন তিনি। সমাজকর্মী হিসেবেও রাজধানীতে পরিচিতি রয়েছে তাঁর।


১৯৭৭ সালে হরিয়ানার ঝাজ্জর জেলার ছুড়ানি গ্রামে জন্ম অঞ্জুর। বাবা চৌধরি কৃষ্ণ সহবাগ এবং মা কৃষ্ণা সহবাগ। ‘বীরু’র থেকে বয়সে এক বছরের বড় অঞ্জু। দক্ষিণ দিল্লির মদনগির গ্রামের ব্যবসায়ী চৌধরি রবিন্দর সিং মহলওয়াল অঞ্জুর স্বামী।



আরও পড়ুন: Sourav Ganguly Health Update: ওমিক্রনের প্রাথমিক রিপোর্ট নেগেটিভ, বাড়ি ফিরলেন সৌরভ


ক্রিকেট অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেওয়ার নজির কম নেই। ‘বীরু’ যদিও সেই পথে হাঁটেননি। ২০১৯ সালে বিজেপি-র (BJP) তরফে লোকসভা নির্বাচনে  (Lok Sabha Election 2019) দাঁড়ানোর প্রস্তাব যায় তাঁর কাছে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে আসেন তিনি। তার আগে হরিয়ানাতেও বিজেপি-র হয়ে তাঁর ভোটে দাঁড়ানোর কথা সামনে আসে। দলের প্রচারে তাঁকে পাশে পেতে ‘বীরু’র সঙ্গে দেখাও করেন রাজ্যবর্ধন সিংহ রাঠৌর এবং মনোজ তিওয়ারি।


কিন্তু সরাসরি বিজেপি-র হয়ে মাঠে নামতে সহবাগ রাজি হননি বলে খবর। তবে রাজনীতিতে যোগ না দিলেও, নেটমাধ্যমে রাজনীতি এবং সামাজিক বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যায় ‘বীরু’কে। দক্ষিণপন্থী এবং বিজেপি ঘেঁষা হওয়ার অভিযোগে নেটমাধ্যমে প্রয়শই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।