IT Raid: উত্তরপ্রদেশে ফের আয়কর বিভাগের তল্লাশি। এবার উত্তরপ্রদেশের কনৌজে এক সুগন্ধীর ব্যবসায়ী মালিক মিয়ার বাড়িতে হানা দিল আয়কর বিভাগ। সকাল সাতটা থেকে সেখানে আয়কর বিভাগের তল্লাশি শুরু হয়।  এরইসঙ্গে সমাজবাদী পার্টির বিধান পরিষদ সদস্য পুষ্পরাজ জৈন পম্পির ঠিকানাতেও আয়কর বিভাগ তল্লাশি চালিয়েছে। অর্থাৎ, কনৌজে একইসঙ্গে দুই জায়গায় আয়কর বিভাগের তল্লাশি শুরু হয়। যাঁদের বিরুদ্ধে এই আয়কর অভিযান চলছে তাঁর সুগন্ধী তৈরির ব্যবসায় যুক্ত। এই অভিযানের ঘটনায় আয়কর বিভাগ কনৌজ পুলিশের সহায়তা চেয়েছে। সূত্রের খবর, কানপুর, নয়ডা, সুরাত, মুম্বই ও তামিলনাড়ুর ডিন্ডিগলেও আয়কর বিভাগের এই তল্লাশি চলছে।


উল্লেখ্য, গত ৯ নভেম্বর সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সমাজবাদী আতরের সূচনা করেছিলেন। পম্মি জৈন এই আতর তৈরি করেছিলেন। তিনি সমাজবাদী পার্টির বিধান পরিষদ সদস্য। উল্লেখ্য, আজ কনৌজের দলীয় অফিসে বেলা সাড়ে বারোটায় সাংবাদিক বৈঠক করার কথা ছিল। ভোটমুখী উত্তরপ্রদেশের কনৌজ কয়েকদিন সংবাদের শিরোনামে রয়েছে। এর আগে কনৌজেরই আতর ব্যবসায়ী পীযুষ জৈনের কানপুর ও কনৌজের বাড়িতে আয়কর বিভাগের হানায় ১৯৬ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছিল। এই টাকার একটা বড় অংশ ৫০০ টাকার নোটে ছিল। এরপর ছিল ২০০০ টাকার নোট। এরইমধ্যে এই তথ্য সামনে এসেছে যে, ভবিষ্যতে ২ হাজার টাকার নোট বাতিল হয়ে যাবে। এজন্য তিনি ৫০০ টাকার নোটেই টাকা  রেখেছিলেন। এছাড়াও ২৬ কেজি সোনা ও চন্দন কাঠও বাজেয়াপ্ত হয় বলে জানা গিয়েছে।  উল্লেখ্য, পীযুষ জৈনের বাড়িতে আয়কর হানা নিয়ে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল।


এরইমধ্যে পম্পি জৈনের বাড়িতে আয়কর বিভাগের তল্লাশির ঘটনা ঘটল। সমাজবাদী পার্টির ট্যুইটার হ্যান্ডেলে বলা হয়, তাদের এমএলসি পুষ্পরাজ জৈন তথা পম্পি জৈনের বাড়িতে আয়কর বিভাগ অভিযান চালিয়েছে। এই ঘটনায় বিজেপির ভোটে হারার ভয় ও দিশেহারা মনোভাবেরই প্রতিফলন ঘটেছে। জনতা তাদের সবক সেখাতে প্রস্তুত।