Gaya: প্রশিক্ষণরত দুই পাইলট-সমেত গয়ায় ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর বিমান (Indian Army Plane Crash)। তবে একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই দুই পাইলট। গয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ডিরেক্টর বঙ্গজিৎ সাহা জানিয়েছেন, দুই পাইলটই নিরাপদ রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি।
শুক্রবার সকালে বিহারের বোধগয়া (Bodh Gaya) ব্লক সংলগ্ন ফাঁকা জমিতে ভেঙে পড়ে বিমানটি। বিমানটিকে তীব্র গতিতে পড়তে দেখে ছুটে যান গ্রামবাসীরা। তাঁরাই প্রশিক্ষণরত দুই পাইলটকে ভেঙে পড়া বিমান থেকে টেনে বার করে আনেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়।
ঘটনাস্থলে এসে পৌঁছয় ভারতীয় সেনাকর্মীদের একটি দলই। তারাই দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফেরা দুই পাইলটকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। তার পর ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষও সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে সেনার সরঞ্জামের বদলে খালি হাতেই বিমান সরিয়ে নিয়ে যেতে সাহায্য করেন স্থানীয়রা। ওই দুই প্রশিক্ষণরত পাইলট গয়ায় সেনাবাহিনীর ট্রেনিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানা গিয়েছে।
যান্ত্রিক গোলযোগের জেরেই এ দিন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন গয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ডিরেক্টর বঙ্গজিৎ সাহা। তবে বিশেষজ্ঞরা পরীক্ষা করেই দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মত তাঁর।
সেনাবাহিনী সূত্রে খবর, রোজ সকালে উড়ানের প্রশিক্ষণ দেওয়া হয় জওয়ানদের। এ দিনও প্রশিক্ষণ চলছিল। সেই সময়ই বিপত্তি ঘটে। যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। জরুরি অবস্থায় অবতরণ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।
যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, সেটি হালকা ওজনের বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে সামনে আসা ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামবাসীরা মিলেই কাঁধে তুলে বিমানটিকে সরিয়ে নিয়ে যাচ্ছেন।