গুয়াহাটি : ভোট প্রচার শেষ। ভোটকর্মীদের বুথে বুথে যাওয়া শুরু। পশ্চিমবঙ্গের মতই অসমেও কাল শুরু হচ্ছে প্রথম দফার ভোট। ২৬৪ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে কাল। ১২ জেলার ৪৭ আসনে ভোট শুরু হবে সকাল ৭ টায়। চলবে ৬টা পর্যন্ত। লড়াই মূলত শাসক BJP এবং কংগ্রেস- AIUDF জোটের।  নির্বাচন  কমিশনের তথ্য অনুযায়ী ১১,৫৩৭ ভোট কেন্দ্রে নেওয়া হবে ভোট। মোট ভোটার ৮১,০৯,৮১৫ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৪০,৭৭, ২১০ জন। মহিলা ভোটার ৪০,৩২,৪৮১ জন। 


মূলত প্রধানমন্ত্রীর কাজ, কেন্দ্রীয় জনকল্যাণ প্রকল্প এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের ভাবমূর্তিকে হাতিয়ার করে রাজ্যে ফের ক্ষমতায় ফেরার লড়াই BJP-র। অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং NRC ইস্যুতে তোপ দেগে যুদ্ধে নেমেছে কংগ্রেস। 




 


এবার একনজরে দেখে নেওয়া যাক কোন কোন আসনে কাল নেওয়া হবে ভোট। 


ধেকিয়াজুলি, বারচাল্লা, তেজপুর, রাঙাপাড়া, সুটিয়া, বিশ্বনাথ, বেহালি, গোপুর, ধিং, বাতাদ্রোবা, রুপোহিহাট, সামাগুড়ি, কালিয়াবাড়, বোকাকহাট, সরুপাথর, গোলাঘাট, খুমটাই, দেরগাঁও, জোরহাট, টিটাবোর, মারিয়ানি, তেওক, মাজুলি, আমগুড়ি, নাজ়িরা, থোওরা, শিবসাগর, মাহমারা, সোনারি, বিহপুরিয়া, নাওবইচা, লখিমপুর, ঢাকুয়াখানা, ধেমাজি, জোনাই, মোরান, ডিব্রুগড়, লাহোয়াল, দুলিয়াজান, টিংখং, নহরকাটিয়া, ছাবুয়া, তিনসুকিয়া, ডিগবয়, মার্গেরিটা, ডুমডুমা, সাদিয়া। 


 





৪৭ আসনের ৩৯টিতে লড়ছে BJP। সঙ্গী AGP লড়বে ১০ আসনে। ২ টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই জোটসঙ্গী বিজেপির সঙ্গে। কংগ্রেস লড়ছে ৪৩টি আসনে। সঙ্গী AIUDF, RJD, আঞ্চলিক গণ  মোর্চা এবং CPI-ML লড়ছে একটি করে আসনে। এছাড়াও অসম জাতীয় পরিষদ লড়ছে ৪১ আসনে। রায়জোর দলের লড়াই ১৯ আসনে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার লড়াইয়ে রয়েছেন ২৩ মহিলা প্রার্থী। 


 


৪৭ আসনের মধ্যে ৪২ টি আসন আপার ও উত্তর অসমের ১১ টি জেলার। ৫টি আসন মধ্য অসমের ন-গাঁও জেলার। ২০১৬ সালে বিজেপি ও তার জোটসঙ্গী এজিপি এই এলাকায় ৩৫ টি আসন জিতেছিল। শুধু বিজেপি জিতেছিল ২৭টি আসন। প্রাপ্ত ভোট শতাংশ ছিল ৩৬। এই ৪৭ টি কেন্দ্রের মধ্যে ৫টি আসনে নোটায় ভোট পড়েছিল অনেক বেশি, যা জয়ের ব্যবধানের সংখ্যার থেকেও ছিল বেশি।