মুম্বই: মুম্বইয়ের ভাণ্ডুপে মলের ভিতরে কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে ১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রাত সাড়ে ১২টা নাগাদ ভাণ্ডুপের ড্রিমস্ মলের দোতলায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে মলের ভিতরে সানরাইজ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ওই হাসপাতালে প্রায় ৭৬ জন করোনা রোগী ভর্তি ছিলেন। আগুন ছড়িয়ে পড়ায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দমকলের ২৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 


সূত্রের খবর, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৭০-এর বেশি কোভিড রোগী। গতকাল গভীর রাতে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, মৃত্যু হয়েছে ২ জনের। পরে আরও ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আগুন লাগার খবর পেয়ে দমকলের ২২টি ইঞ্জিন সেখানে যায়।


ওই হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, “৭৩ জন কোভিড রোগীর মধ্যে ৩০ জনকে মুলুন্দ জাম্বো সেন্টারে, ৩ জনকে ফর্টিস হাসাপাতালে এবং বাকিদের অন্য একটি কোভিড নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।” খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকর। মলের ভিতর হাসপাতালের বিষয়টি রীতিমতো বিস্মিত করেছে তাঁকে। তিনি বলেছেন, “আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে মলের ভিতর হাসপাতাল এই প্রথম দেখলাম। খুব গুরুতর পরিস্থিতি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’


এদিকে ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। আরও বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও আরও বাড়ল। তবে একইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪ জনের করোনায় মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১১১ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৯৪৯ জনের।  আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৮ লক্ষ ৪৬ হাজার ৬৫২।