নয়াদিল্লি: ভোটমুখী পাঁচ রাজ্যে করোনা টিকার শংসাপত্রে থাকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এই পদক্ষেপ। কো-উইন অ্যাপে জরুরি পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। সার্টিফিকেট ডাউনলোড করলে সেখানে থাকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। 







গতকালই পাঁচ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। জারি হয়েছে নির্বাচনী আচরণবিধি। এরপরেই করোনা টিকার শংসাপত্র নিয়ে সিদ্ধান্তের কথা জানাল নির্বাচন কমিশন।


আগামী মাস থেকে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুর ও গোয়ায় বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। উত্তরপ্রদেশে ভোটগ্রহণ করা হবে সাত দফায়। ভোটগ্রহণ শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি এবং শেষ হচ্ছে ৭ মার্চ। ভোটগণনা হবে ১০ মার্চ।


গত বছর থেকে দেশে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকছে। তবে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই এই রাজ্যগুলিতে টিকার শংসাপত্রে বদল আনা হচ্ছে। সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে কোউইন অ্যাপে প্রয়োজনীয় বদল আনা হয়েছে। ভোটমুখী রাজ্যগুলিতে করোনার টিকার শংসাপত্র থেকে প্রধানমন্ত্রীর ছবি বাদ দেওয়া হচ্ছে। শনিবার রাতেই কোউইন অ্যাপে প্রয়োজনীয় বদল আনা হয়েছে।


স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই আদর্শ আচরণবিধি জারি হয়েছে। এরপরেই স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে কোউইন প্ল্যাটফর্মে প্রয়োজনীয় বদল আনা হয়েছে। আদর্শ আচরণবিধি জারি হওয়ার ফলে করোনার টিকার শংসাপত্র থেকে প্রধানমন্ত্রীর ছবি বাদ দিতে হচ্ছে।’


এর আগে গত বছরের মার্চে পশ্চিমবঙ্গ, অসম কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেও স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে একইরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। কারণ, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে করোনার টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকা নিয়ে আপত্তি জানানো হয়েছিল।