নয়াদিল্লি: বসন্ত পঞ্চমী ও সরস্বতী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী সহ বিভিন্ন রাজনৈতিক নেতার। । নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রীর ট্যুইট- বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজা উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা। 



রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলা ও হিন্দিতে ট্যুইট করে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর ট্যুইট-বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পূজার এই শুভ মুহুর্তে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রার্থনা করি বসন্তের আগমন সকল দেশবাসীর জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনুক।


 


সরস্বতী পুজো উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।  তিনিও ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। 




প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও এই উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর ট্যুইট, সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এই পবিত্র উৎসব আপনাদের জীবনে খুশি, জ্ঞান ও সুস্থাস্থ্য এনে দিক। এটাই আমার প্রার্থনা। 
রেলমন্ত্রী পিযুষ গয়ালও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর ট্যুইট- বিদ্যার দেবী মা সরস্বতী আরাধনার দিনে দেশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা।  মা সরস্বতীর আশীর্বাদ প্রত্যেকের জীবনে জ্ঞানের আলো ছড়িয়ে দিক, এই প্রার্থনা করি। সবাই খুশি থাকুক। 
লোকজনকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির ট্যুইট, দেশের সবাইকে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর শুভেচ্ছা। 
কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ ট্যুইট করে বলেছেন, শিক্ষা ও জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে পড়ুক বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো উপলক্ষ্যে এই শুভেচ্ছা জানাই। 
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে ট্যুইট, এই উৎসব প্রকৃতির নয়া উচ্ছ্বাস, নতুন উদ্যম ও শক্তির প্রতীক। এই উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা। বিণাবাদিনী বিদ্যাদায়িনী মা সরস্বতী জ্ঞানের আলোকে প্রত্যেকের জীবনকে আলোকময় করে তোলেন। 



প্রকাশ জাভড়েকর, হর্ষ বর্ধন, মুকতার আব্বাস নকভির মতো অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও বাসন্তী পঞ্চমী ও সরস্বতী পুজো উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। 
কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল গাঁধীও বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়েছেন।