নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে সামাল দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে খোদ অমিত শাহকে (Amit Shah)। বিজেপি-র (BJP) জাতীয় কর্ম সমিতির বৈঠকে আরও এক গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা হাতে পেয়েছে বিজেপি, যার আওতায় অবিজেপি ভোটারদের গেরুয়া শিবিরের কাছে টানার কর্মসূচি চালাবে দল। আর তাতে বিশেষ গুরুত্ব পেতে চলেছেন অনগ্রসর পসমন্দা মুসলিম শ্রেণির মানুষ (Pasmanda Muslims)। 


২০২৪-এ বিজেপি-র নজরে পসমন্দা মুসলিম ভোট!


সম্প্রতি হায়দরাবাদে বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠক বসে। সেখানে সব সম্প্রদায়ের অনগ্রসর এবং বঞ্চিত মানুষের কাছে দলের কার্যকর্তাদের পৌঁছে যাওয়ার বার্তা দেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২০১৯-এর নির্বাচনে জিতে আসার পর যে 'সবকা সাথ, সবকা বিকাশ' ধ্বনি তুলেছিলেন তিনি, তা বাস্তবায়নের বার্তা দেন। এর পরই দলের তরফে নীল নকশা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। 


এর পিছনে বিজেপি-র নির্বাচনী রাজনীতিই কাজ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ উত্তরপ্রদেশ থেকে লোকসভার আসন সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে এতদিন সংখ্যালঘু মুসলিমদের অধিকাংশ বিজেপি-বিরোধী শিবিরকেই ভোটদান করতেন। কিন্তু বিধানসভা এবং স্থানীয় নির্বাচনে সম্প্রতি ছবিটা বদলাতে শুরু করেছে। হায়দরাবাদে মোদির সামনে সেই পরিসংখ্যান তুলে ধরা হয়। অনগ্রসর মুসলিমদের গেরুয়া ছত্রছায়ায় টানার পক্ষে সওয়াল করেন বেশ কয়েক জন। সব দিক বিবেচনা করে তাতে দলীয় নেতৃত্ব সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে। 

 

আরও পড়ুন: Maharashtra CM: পালাবদলের 'আসল কারিগর' কে? ফাঁস করলেন একনাথ শিণ্ডে


 

বিজেপি সূত্রে খবর, জাতীয় কর্মসমিতির বৈঠকে মোদির সামনে সাম্প্রতিক নির্বাচনের ফলাফল বিশদে তুলে ধরেন উত্তরপ্রদেশে বিজেপি-র সভাপতি স্বতন্ত্র দেব সিংহ। তাতে উপনির্বাচনে আজমগড় এবং রামপুরের কথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়। অনগ্রসর শ্রেণির মুসলিম সমাজের একাংশ বিজেপি-কে ভোট দিয়েছেন এবং তাঁদের উন্নয়নে জোর দেওয়া উচিত বলে জানান স্বতন্ত্র। তাই আগামী দিনে সমাজবাদী পার্টির ভোটে ভাগ বসাতে হলে পসমন্দা মুসলিমদের সমর্থন পাওয়া জরুরি বলে জানান তিনি। তাতে ইতিবাচক সাড়া মেলে বলে জানা গিয়েছে। শুধু উত্তরপ্রদেশই নয়, বিহারেও পসমন্দা মুসলিম শ্রেণির কাছে পৌঁছনোর প্রস্তুতি শুরু হয়েছে বিজেপি শিবিরে। 

 

অনগ্রসর মুসলিমরা যে বিজেপি-র দিকে ঝুঁকছেন, তা টের পাওয়া যাচ্ছে বলে মেনেছেন সমাজবাদী পার্টির নেতৃত্বও। বরাবাঁকির মতো এলাকায় প্রচারে গেলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, বিনামূল্যে রেশন, শচাগার, রান্নার গ্যাস এবং নামমাত্র মূল্যে ওষুধ পাওয়ার কথা সরাসরি সমাজবাদী নেতাদের সামনে তুলে ধরেন সেখানকার পসমন্দা মুসলিমরা। ভোটেও তার প্রভাব পড়েছে বলে মনে করছেন অখিলেশ যাদবের দলের নেতারা। 

 

বিরোধীদের ভোটে ভাগ পড়তে পারে বলে আশঙ্কা

 

তবে বিজেপি-র এই পরিকল্পনায় শুধু সমাজবাদী পার্টি বা বিহারে রাষ্ট্রীয় জনতা দল নয়, বাকি বিরোধী দলগুলিরও উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ উত্তরপ্রদেশ, বিহারের পর অন্য রাজ্যেও একই কর্মসূচি চালাতে তৎপর বিজেপি। তাতে বিরোধীদের ভোটে ভাগ পড়তে পারে বলে মনে করা হচ্ছে।