PTC Industries Share: বহু আইপিও (IPO) আশা জাগালেও লাভের মুখ দেখিয়েছে গুটিকয়েক। চলতি বছরে এই স্টক বিনিয়োগকারীদের দিয়েছে দুরন্ত রিটার্ন। মাত্র ২ মাসে NSE বাজারে এসেই ৮০ শতাংশ লাভ দিয়েছে এই মাল্টিব্যাগার স্টক। জেনে নিন, এই শেয়ারের নাম।   


Mulitibagger Stocks: কী নাম এই স্টকের ? 
কিছুদিনের মধ্যেই টিভিএস সাপ্লাই চেইনের আইপিও বাজারে নামছে । আগামী দিনে প্রায় দুই দশক পর টাটা গ্রুপের একটি আইপিও আসতে চলেছে মার্কেটে। বর্তমান সময় বলছে, বাজারে আসা নতুন কিছু স্টক ভালো পারফর্ম করেছে। তারই মধ্যে একটি পিটিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


Share Market: একদিনেই ১০ শতাংশ লাফ
পিটিসি ইন্ডাস্ট্রিজের শেয়ার সোমবার 10 শতাংশ লাফিয়েছে। ডে ট্রেডিংয়ে স্টকটি 5,504.15 টাকায় বন্ধ হয়েছে। প্রায় দু-মাস আগে এনএসইতে এই স্টক তালিকাভুক্ত হয়েছিল। তালিকাভুক্তির দিনেই পিটিসি ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বেড়েছে। 9 জুন, 2023-এ এটি NSE-তে তালিকাভুক্ত হওয়ার সাথে সাথে এই স্টকটিতে 3 শতাংশের লাভ রেজিস্টার্ড হয়েছিল।


Stock Market: স্টক ২ মাসে মাল্টিব্যাগার হয়ে গেছে
গত ৫ দিনে এই শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৬ শতাংশ, যেখানে গত এক মাসে তা বেড়েছে ৩৬ শতাংশের বেশি। এই স্টকের তালিকাভুক্তি 3,070.15 টাকা মূল্যে করা হয়েছিল। সেই অনুসারে এনএসইতে তালিকাভুক্তির পর থেকে এখনও পর্যন্ত এই শেয়ারের দামে 79.28 শতাংশের অসাধারণ বৃদ্ধি ঘটেছে।


৬ মাসে দ্বিগুণেরও বেশি দাম
NSE তে PTC Industries শেয়ারের লেনদেন ২ মাস আগে শুরু হতে পারে, কিন্তু এটি ইতিমধ্যেই বাজারে উপস্থিত রয়েছে৷ এর লেনদেন ইতিমধ্যেই বিএসইতে হচ্ছে। বিএসইতে গত 6 মাসে, এর দাম 122 শতাংশ বেড়েছে, যেখানে 2023 সালে এটি এখনও পর্যন্ত প্রায় 120 শতাংশ রিটার্ন দিয়েছে। গত এক বছরে এর শেয়ারের দাম বেড়েছে ১৯০ শতাংশের বেশি।


Tata Technologies IPO: প্রায় দুই দশক পর শেয়ার বাজারে নামতে চলেছে টাটা গ্রুপের একটি নতুন কোম্পানি। টাটা গ্রুপের এই কোম্পানির নাম টাটা টেকনোলজিস আইপিও (Tata Technologies IPO)। টাটার এই আইপিও এখনও ঘোষণা হয়নি। তবে গ্রে মার্কেটে ইতিমধ্য়েই রেকর্ড গড়তে শুরু করেছে এর দাম। 


সর্বশেষ আইপিও আসে ২০০৪ সালে
শেষবার টাটা গ্রুপের আইপিও এসেছিল 19 বছর আগে। সেই সময়ে 2004 সালে টাটা গ্রুপের আইটি সংস্থা টিসিএস-এর একটি আইপিও ছিল। টিসিএস-এর আইপিও বাজারে প্রচুর আগ্রহ তৈরি করেছিল। এখন এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম তালিকাভুক্ত সংস্থা। এই কারণেই প্রতিটি বিভাগের বিনিয়োগকারীরা টাটা গ্রুপের নতুন আইপিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


Stock Market: লঞ্চের আগেই হিট টাটার এই IPO, গ্রে মার্কেটে রেকর্ড গড়ছে প্রিমিয়াম