পটনা : এবার করোনায় আক্রান্ত হলেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) নীতিশ কুমার (Nitish Kumar)। আজ তাঁর অফিস থেকে একথা জানানো হয়। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর। অফিসিয়াল এক বিবৃত জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন (isolated himself at his residence) বিহারের মুখ্যমন্ত্রী।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী (Defense Minister) রাজনাথ সিংও (Rajnath Singh)। এদিন ট্যুইটারে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর দেন। বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা লেখেন, "আজ করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। এখন আমি বাড়িতেই নিভৃতবাসে আছি। সম্প্রতি যাঁরা আমার সন্নিকটে এসেছিলেন তাঁদের বলব টেস্ট করিয়ে নিন এবং আইসোলেট থাকুন।"
এদিকে, করোনাযুদ্ধে নতুন অস্ত্র বুস্টার ডোজ। আজ থেকে দেশজুড়ে বুস্টার অথবা প্রিকশন ডোজ দেওয়া শুরু হল। প্রথমে দেওয়া হচ্ছে স্বাস্থ্য কর্মী ও প্রথম সারির করোনা-যোদ্ধারা।ষাটোর্ধ্বদেরও দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। ককটেল নয়, আগে যে ভ্যাকসিন পেয়েছেন, বুস্টার ডোজের ক্ষেত্রেও সেই ডোজই মিলবে। মূলত সেকেন্ড ডোজ নেওয়ার ২৭৫ দিনের মাথায় বুস্টার ডোজ নেওয়া যাবে। বুস্টার ডোজ দেওয়ার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়নি। চাহিদা থাকলে কেন্দ্রগুলিতে রাত দশটা পর্যন্তও চলতে পারে টীকাকরণের কাজ। রাজ্যগুলিকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব মনোহর আগনানি।
আরও পড়ুন ; করোনা আক্রান্ত রাজনাথ সিং, বাড়িতেই নিভৃতবাসে প্রতিরক্ষা মন্ত্রী
দেশে কোভিডের তৃতীয় ঢেউ বদলে গেল সুনামিতে। গতকালের তুলনায় ১২ শতাংশ বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০-র বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮৫।