মুজফফরপুর: বিহারে শাসক জোট শিবিরে জোর কাজিয়া। বিজেপি রাজ্য সহ সভাপতি তথা সাংসদ অজয় নিষাদ কড়া ভাষায় আক্রমণ করলেন বিকাশশীল ইনসাফ পার্টি (ভিআইপি) প্রধান তথা বিহার সরকারের মন্ত্রী মুকেশ সাহানিকে। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিহারে বিজেপির ভূমিকা সম্পর্কে তিনি বলেছেন, বিজেপি ছাড়া মুকেশ সাহানির পার্টির অস্তিত্ব নেই। কারণ, তাদের কোনও জনভিত্তিই নেই। ভিআইপি মাটিতে মিশে যাবে।  একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, জোটে থাকতে হলে যোগী, যোগী বলতে হবে। নাহলে বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হবে। 


উল্লেখ্য, উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে বিহারে এনডিএ জোটের শরিক বিকাশশীল ইনসাফ পার্টির প্রধান তথা বিহার সরকারের মন্ত্রী উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রচার ও বিজেপির বিরুদ্ধে দলের প্রার্থী দাঁড় করানোর প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়টি নিয়েই ক্ষুব্ধ অজয় নিষাদ এই হুঁশিয়ারি দিয়েছেন। 


সাংসদ অজয় নিষাদ বলেছেন, উত্তরপ্রদেশে ভিআইপি যদি বিজেপি বিরোধী কাজ করে, তাহলে আমরাও বিহারে খালি হওয়া বোচাহা বিধানসভা আসনের দাবি করব। উত্তরপ্রদেশে যারা বিরোধিতা করছে, এখানে তাদের খোলাখুলি বিরোধিতা করব। উল্লেখ্য, সম্প্রতি এই আসনটি ভিআইপি বিধায়কের মৃত্যুতে শূন্য হয়ে পড়েছে। আর তা নিয়ে উত্তরপ্রদেশের নির্বাচনকে ঢাল করে এই আসনে নিজেদের দাবি সুনিশ্চিত করার চেষ্টা শুরু করেছে।এর আগে এই আসন ছিল বিজেপির ভাগে। 


অন্যদিকে, অজয় নিষাদ বিরোধী দল কংগ্রেসকেও একহাত নিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। ফলে কংগ্রেস হতাশ হয়ে নিকৃষ্ট মানের রাজনীতি করতে শুরু করেছে। কিছুদিন আগে পঞ্জাবের ফিরোজপুরে সভা না করে ফিরে আসতে হয়েছিল প্রধানমন্ত্রীকে। এই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, ২০১৪ থেকে নাজেহাল হয়ে উঠছে কংগ্রেস। কারণ, তারা আর ক্ষমতার স্বাদ পাচ্ছে না। পঞ্জাবের ঘটনা এই হতাশারই প্রতিফলন। খুব শীঘ্রই এর প্রকৃত তথ্য সামনে আসবে। তাঁর অভিযোগ, পঞ্জাবে প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল।