লন্ডন : করোনা ভাইরাস (Corona Virus) নিয়ে নতুন গবেষণা (New Research) সামনে এল। করোনা ভাইরাসের মানুষকে সংক্রামিত করার ক্ষমতা বায়ুবাহিত হওয়ার পাঁচ মিনিটের মধ্যে কমতে শুরু করে। ভাইরাস বাতাসে থাকার ২০ মিনিটের মধ্যে তার প্রায় ৯০ শতাংশ সংক্রমণ ক্ষমতা হারিয়ে ফেলছে। নতুন একটি গবেষণায় এমনই তথ্য সামনে এসেছে। 


দ্য গার্ডিয়ান রিপোর্ট করেছে যে, কীভাবে ভাইরাসটি বাতাসে বেঁচে থাকে এবং শারীরিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা কতটা গুরুত্বপূর্ণ। "লোকেরা কম বায়ু চলাচলের স্থানগুলিতে মনোনিবেশ করেছে এবং মিটার বা একটি ঘরে বায়ুবাহিত সংক্রমণ সম্পর্কে চিন্তা করছে। আমি বলছি না যে এটি হয় না। তবে আমি মনে করি, আপনি যখন কারও কাছাকাছি থাকেন তখন সবচেয়ে বড় ঝুঁকি থাকে,” এমনই বলছেন অধ্যাপক জোনাথন রিড, ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের অ্যারোসল রিসার্চ সেন্টারের পরিচালক এবং গবেষণার প্রধান লেখক।


আরও পড়ুন ; 'ওমিক্রন কোনও সাধারণ সর্দি-কাশি নয়, হালকা ভাবে নেবেন না', জানাল সরকার


তাঁর সংযোজন, "আপনি যখন আরও দূরে সরে যান, তখন শুধু বায়ুবাহিত হওয়ার ক্ষমতাই কমে যায় না, কম সংক্রামক ভাইরাসও থাকে। কারণ, এই ভাইরাসটি সংক্রমণ ক্ষমতা হারিয়ে ফেলেছে ।"


রিপোর্ট আরও বলছে যে, গবেষণায় দেখা গেছে বাতাসের তাপমাত্রা ভাইরাসের সংক্রমণ ক্ষমতার  কোনও পার্থক্য তৈরি করতে পারে না। উচ্চ তাপমাত্রায় ভাইরাল সংক্রমণ কম হওয়ার বিশ্বাসকে যা অস্বীকার করছে।


এদিকে ওমিক্রন (Omicron) নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ওমিক্রন কোনও সাধারণ সর্দি-কাশি নয়। দেশের শীর্ষ কোভিড উপদেষ্টা কে পল একথা জানান। কোভিড টাস্ক ফোর্সের প্রধান বলেন, "ওমিক্রন সাধারণ সর্দি নয়। আমরা এই ভুল ধারণাটি ছড়িয়ে পড়তে দেখছি। সেই ভাবনাকে ঠিক করা আমাদের দায়িত্ব। আসুন মাস্ক পরি এবং টিকা নিতে থাকি সকলে। তা সে যাই হোক না কেন।"