নয়া দিল্লি : এই প্রথম নয়, এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Chief of Defence Staff Gen Bipin Rawat)। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারির ঘটনা। ছয় বছর আগের সেই দুর্ঘটনাটি ঘটেছিল নাগাল্যান্ডের ডিমাপুরে। সেবার চিতা হেলিকপ্টার(Cheeta Helicopter) ভেঙে পড়েছিল।
সেই সময় লেফটেন্যান্ট জেনারেল ছিলেন বিপিন রাওয়াত। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। বিপিন রাওয়াত ছাড়াও অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন দুই পাইলট এবং এক কর্নেল।
আরও পড়ুন ; তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, সওয়ার ছিলেন বিপিন রাওয়াত
আজ ফের দুর্ঘটনার কবলে পড়ে বিপিন রাওয়াতের হেলিকপ্টার। তামিলনাড়ুর কুন্নুরে বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কপ্টারে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২.২০: বিপিন রাওয়াতকে নিয়ে নীলগিরির দুর্গম চা বাগানে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। এদিন প্রথমে ৪ জনের মৃত্যুর খবর আসে।
আরও পড়ুন ; কপ্টারে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে: সূত্র ANI
তারপর তামিলনাড়ুর বনমন্ত্রী রামচন্দ্র জানান, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এরপরই বাড়তে থাকে মৃতের সংখ্যা। পাশাপাশি রামচন্দ্র জানান, দুর্ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ার কারণে উদ্ধারকার্যে সমস্যা হচ্ছে।
দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে ছিলেন সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৪জন। কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত, নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ছিলেন ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা। শেষ পাওয়া খবর অনুযায়ী কপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন জেনারেল বিপিন রাওয়াত। কোয়ম্বাত্তুর থেকে কুন্নুরে যাচ্ছে ৬ চিকিত্সকের মেডিক্যাল টিম। দিল্লিতে জেনারেল রাওয়াতের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।