নয়াদিল্লি: আলোর উৎসবে সৌহার্দ্যের বার্তা। দীপাবলি (Diwali) উপলক্ষ্যে মিষ্টি বিতরণ করলেন ভারত পাকিস্তানের বিএসএফ (BSF) জওয়ানরা। পিটিআই সূত্রে খবর গতকাল গুজরাত এবং রাজস্থান সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (Border Security Force) জওয়ানরা দীপাবলিতে শুভেচ্ছা জানান, একে অপরকে মিষ্টি খাওয়ান।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ফটো। গুজরাতে সীমান্ত রক্ষাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিও জারি করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের সীমান্ত রক্ষাবাহিনীর জওয়ানরা মিষ্টি খাইয়ে দিচ্ছেন। এছাড়াও, পঞ্জাবের আটারি সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে বিএসএফ কর্মীদের মিষ্টি এবং দীপাবলির শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
এদিকে দীপাবলি উপলক্ষ্যে গতকাল শুভেচ্ছা জানিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল (Chief Minister Bhupendra Patel)। তিনি বলেন, “উৎসব সমাজকে সতেজ রাখে এবং নতুন চেতনা নিয়ে আসে।" গুজরাতের রাজ্যপাল দেবব্রত (Acharya Devvrat) ট্যুইটারে লেখেন, "এই দীপাবলি উৎসব প্রদীপের আলোয় আলোকিত হোক। নতুন বছর সবার জীবনে সুখ, সমৃদ্ধি এবং নতুন শক্তি নিয়ে আসুক।"
পিটিআই রিপোর্ট অনুসারে, বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। দুই সীমান্ত রক্ষাবাহিনীর মধ্যে সীমান্তে বন্ধুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’
গতকাল জম্মু কাশ্মীরের নৌসেরা সেক্টরে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী। প্রথমে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন নরেন্দ্র মোদি। পরিবার পরিজন ছেড়ে দেশকে রক্ষা করার জন্য উৎসবের দিনগুলিতেও কর্তব্যে অবিচল ভারতীয় সেনা। বাহিনীর মনোবল বাড়াতেই তাদের সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী। এদিন সেনা পোশাকে সজ্জিত প্রধানমন্ত্রী নিজে হাতে জওয়ানদের মিষ্টি খাওয়ান।