নয়াদিল্লি : জীবনযুদ্ধের লড়াই থামল গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহর। ব্যাঙ্গালোরের সেনা হাসপাতালে মৃত্যু হল এই সাহসী যোদ্ধার। ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার। মৃত্যু হয় জেনারেল রাওয়াত-সহ ১৩ জনের। ব্যাঙ্গালোরে বায়ুসেনার হাসপাতালে চিকিত্সা চলছিল কপ্টার-দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহর। শেষ হল ৭ দিনের লড়াই। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । l তিনি লেখেন, ' গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ গর্ব, বীরত্ব এবং অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে  দেশের সেবা করেছেন। তাঁর মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। দেশের জন্য তাঁর অসামান্য সেবা কখনও ভোলার নয়। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা। ওম শান্তি।'





শোকবার্তায় রামনাথ কোবিন্দ লেখেন, দুঃখিত। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ বীরত্বপূর্ণ লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত হলেও তিনি বীরত্ব ও অদম্য সাহসিকতার মনোভাব প্রদর্শন করেছিলেন। দেশ তার কাছে কৃতজ্ঞ। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।





বরুণ সিংহর মৃত্যুকে শোকজ্ঞাপন করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, 
কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনার পরে  ক্ষতের সঙ্গে লড়াই করা গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের মৃত্যু সম্পর্কে জানতে পেরে গভীরভাবে বেদনাদাহত। ঈশ্বর বীরের আত্মাকে শান্তি দিন এবং তাঁর পরিবারকে শক্তি দিন। আমার গভীর সমবেদনা। ওম শান্তি শান্তি শান্তি।