CBSE 12th Results 2021: বহু সময়ের প্রতীক্ষার পর অবশেষে শুক্রবার CBSE-এর ফল প্রকাশিত হতে চলেছে। বেলা ২টোর সময় দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশের খবর দেয় বোর্ড। আজ Central Board of Secondary Education (CBSE) বোর্ডের দশম শ্রেণিরও রেজাল্ট প্রকাশিত হবে। 


আগে কেবলমাত্র ওয়েবসাইটে কিংবা এসএমএস (sms) এর মাধ্যমে রেজাল্ট দেখা যেত। কিন্তু এবার সেই নিয়মে আধুনিকীকরণ করা হয়েছে। Umang app, DIgilocker এই অ্যাপগুলির মাধ্যমেও রেজাল্ট জানা যাবে। 


২০২১ সালের পরিস্থিতি অন্যান্য বারের তুলনায় অনেকটাই আলাদা। করোনা আবহে এবার পরীক্ষা হয়নি। তাই কীভাবে  ফলাফল আসতে চলেছে, তা নিয়ে শঙ্কিত ছিলেন পরীক্ষার্থীরা। ফলপ্রকাশের দিনক্ষণ জানতেও অধীর আগ্রহে অপেক্ষা করেছেন তাঁরা। রেজাল্ট জানার আগে রোল নম্বর জানতে হবে পরীক্ষার্থীদের৷ দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সুবিদার্থে 'রোল নম্বর ফাইন্ডার' চালু করল বোর্ড।


cbse.nic.in এবং cbse.gov.in এ গিয়ে সহজেই নিজেদের রোল নম্বর খুঁজে বের করতে পারবেন পরীক্ষার্থীরা। এর পর সেই রোল নম্বরের মাধ্যমে দেখতে পাওয়া যাবে ফলাফল। এই রোল নম্বর দিয়েই অ্যাপের মাধ্যমেও রেজাল্ট দেখতে পাবেন শিক্ষার্থীরা। সরাসরি ফোন করে বা এসএমএসের মাধ্যমেও ফল জানা যেতে পারে। ইন্টার অ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে ফল জানতে গেলে দিল্লির ক্ষেত্রে ফোন করতে হবে ২৪৩০০৬৯৯ নম্বরে। দিল্লির বাইরে হলে ফোন করতে হবে ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে। 


কীভাবে রোল নম্বর ফাইন্ডার অ্যাকসেস করা যাবে



  • সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

  • স্ক্রোল করে পেজের নিচে নামুন। 'Roll Number Finder' লেখা অংশের ওপরে ক্লিক করুন। 

  • এর পর একটা নতুন পেজ খুলবে। এরপর সেটায় 'Continue লেখায় ক্লিক করুন।

  • পরীক্ষার্থীরা নিজেদের শ্রেণি বাছুন।

  • এর পর নিজের নাম, বাবার নামসহ প্রয়োজনীয় তথ্য দিন। 

  • এর পর দশম বা দ্বাদশের রোল নম্বর জানতে সার্চ করুন।


করোনা আবহে এবার সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়নি। কাজেই রোল নম্বরও পাননি পরীক্ষার্থীরা।পরীক্ষা না হওয়ায় চলতি বছর মূল্যায়ণের ভিত্তিতেই ফল প্রকাশিত হতে চলেছে। সিবিএসই-র পক্ষ থেকে মূল্যায়ণের যে মাপকাঠি দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে সিবিএসই অনুমোদিত স্কুলগুলি পড়ুয়াদের নম্বর পাঠিয়ে দিয়েছে বোর্ডে।