বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও সুদীপ্ত আচার্য, নয়া দিল্লি, কলকাতা: দুই তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ও ইডি (ED)অধিকর্তার মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র। কার্যকালের মেয়াদ ৫ বছর পর্যন্ত করতে চেয়ে আনা হল অর্ডিন্যান্স। মিলল রাষ্ট্রপতির (President of India)সম্মতি। আর কেন্দ্রের এই উদ্যোগকে আক্রমণ করেছে তৃণমূল (TMC) ও কংগ্রেস (Congress)।


২ বছরের থেকে মেয়াদ বেড়ে হতে চলেছে ৫ বছর পর্যন্ত। CBI আর ED-এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকর্তার মেয়াদ বাড়াতে অর্ডিন্যান্স আনল মোদি সরকার। সম্প্রতি ED-র ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বাড়ানো নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।


তাঁর মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে চলছিল জল্পনা। এই অবস্থায় কেন্দ্রের অর্ডিন্যান্সের জেরে সঞ্জয়ের কার্যকাল বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৮-য় ED-র অধিকর্তা পদে ২ বছরের জন্য নিয়োগ করা হয়েছিল সঞ্জয় কুমার মিশ্রকে। 


গত বছর তাঁর মেয়াদ এক বছর বাড়ানো হয়। এজন্য ২০১৮-র নিয়োগের পুরনো নির্দেশিকায় সংশোধন করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলাও হয়। সম্প্রতি সেই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে বলা হয়, গুরুত্বপূর্ণ তদন্ত শেষ করতেই মিশ্রর মেয়াদ বাড়ানো হয়েছে। 


যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায়, তদন্ত শেষ করার স্বার্থে অবসরের পরেও যুক্তিসঙ্গত সময়ের জন্য মেয়াদ বাড়ানো যেতে পারে। তবে তারপর আর মেয়াদ বাড়ানো যাবে না।


কিন্তু এবার মেয়াদ বৃদ্ধি নিয়ে অর্ডিন্যান্স আনায় মোদি সরকারকে তুলোধনা করেছে তৃণমূল। এই প্রেক্ষিতে কেন্দ্রকে আক্রমণ করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা ট্যুইটারে লিখেছেন, ক্ষমতা দখল এবং নির্বাচিত সরকারগুলিকে ব্যতিব্যস্ত করতে মোদি সরকার ED-CBI কে ব্যবহার করছে। বিরোধী নেতাদের ওপর ED-CBI-এর অভিযান যেন রীতি হয়ে দাঁড়িয়েছে।
মোদি সরকারে, ED-CBI-এর মানে হল ED= Election Departtment! CBI = Compromised Bureau of Investigation!



বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করে পাল্টা কটাক্ষ করেছে বিরোধীদের। সব মিলিয়ে দুই কেন্দ্রীয় এজেন্সির প্রধানদের মেয়াদ বৃদ্ধিকে কেন্দ্র করে সরগরম রাজনৈতিক মহল।