নয়া দিল্লি : পেট্রোল-ডিজেলের শুল্ক হ্রাসের পর এবার দাম কমতে পারে কিছু ভোজ্য তেলের। অশোধিত পাম অয়েল, সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের বেসিক ডিউটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 


এতদিন অশোধিত পাম অয়েল, সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের উপর আড়াই শতাংশ বেসিক ডিউটি নেওয়া হত। এখন থেকে, তা আর নেওয়া হবে না বলে কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। অন্যদিকে, পেট্রোল-ডিজেলের উপর থেকে কেন্দ্রের শুল্ক হ্রাসের পর ৭ টাকা ভ্যাট কমানোর কথা সিদ্ধান্ত নিয়েছে চণ্ডীগড়ের প্রশাসন। কেরল সরকার অবশ্য পেট্রোপণ্যের উপর থেকে ভ্যাট না কমানোর সিদ্ধান্তে অনড় রয়েছে।


সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণ করতে পাম, সানফ্লাওয়ার ও সয়াবিন তেলের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে উৎসবের মরসুমে ক্রেতাদের স্বস্তি দিতে, দুটি বড় ভোজ্য তেল উৎপাদনকারী সংস্থা প্রতি লিটার তেলের হোলসেলে দাম ৪ থেকে ৭ টাকা পর্যন্ত কমিয়েছে। একই পথে চলতে পারে অন্যান্য কয়েকটি সংস্থাও। চলতি সপ্তাহেই একথা জানিয়েছে এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন।  


প্রসঙ্গত, দিন দুয়েক আগেই পেট্রোল-ডিজেলের ওপর কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। পেট্রোলের ওপর এক্সাইজ ডিউটি লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের ওপর ১০ টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর পাশাপাশি গ্রাহকদের স্বার্থে রাজ্যগুলির কাছেও পেট্রোল-ডিজেলে ভ্যাট কমানোর আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপরই পেট্রোল-ডিজেলে ভ্যাট কমায় গুজরাত, হরিয়ানা, অসম, ত্রিপুরা, কর্ণাটক, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড, বিজেপি শাসিত ৮ রাজ্য। পেট্রোল-ডিজেলে ভ্যাট কমিয়েছে সিকিম সরকারও। অবিজেপি শাসিত ওড়়িশা ও সিকিম সরকার ভ্য়াট কমায়। এই পরিস্থিতিতে তৃণমূল সরকারও কি মানুষকে রেহাই দিতে পেট্রোপণ্য়ের উপর ভ্যাটের পরিমাণ কমাবে ? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। জ্বালানি তেলের সঙ্গে পরিবহণ খরচ ও কেন্দ্রীয় শুল্ক ধরে ঠিক হয় প্রাথমিক দাম। তার উপর বসে রাজ্য়ের যুক্ত মূল্য় কর বা ভ্যাট।