নয়াদিল্লি: এখনও কাবু করা যায়নি করোনার অতি সংক্রামক রূপ ওমিক্রনকে (COVID Variant Omicron)। এমন পরিস্থিতিতে করোনা সংক্রান্ত বিধি-নিষেধের (COVID-19 Restrictions) মেয়াদ ২৮ ফেব্রুয়ারি বাড়াল কেন্দ্রীয় সরকার। প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উদ্দেশে সেই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, জেলা এবং স্থানীয় স্তরে বিধি-নিষেধ যাতে সঠিক ভাবে পালিত হয়, সংক্রমিত এলাকাগুলিকে চিহ্নিত করে কনটেনমেন্ট জোন (Containment Zone) ঘোষণা করা যায়, সে দিকে গুরুত্ব দিতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে ওই নির্দেশিকা প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ‘২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের (National Disaster management Act 2005) ১০(২) নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিধি-নিষেধ চালু থাকবে।’ কেন্দ্র জানিয়েছে, ওমিক্রনের জন্যই দেশ জুড়ে দৈনিক করোনা (Daily COVID Cases) সংক্রমণ বেড়ে চলেছে। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২২ লক্ষে পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন: Centre on Vaccination: যোগ্য় ৯৫ শতাংশের প্রথম টিকা হয়ে গিয়েছে, জানাল কেন্দ্র
কেন্দ্র জানিয়েছে, সুস্থতার হার (COVID Recovery Rate) যদিও সন্তোষজনক, হাসপাতালে রোগীর সংখ্যাও তুলনামূলক কম, কিন্তু সঙ্কট এখনও কাটেনি। কারণ দেশের ৩৪টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০৭টি জেলায় সংক্রমণের হার এখনও ১০ শতাংশের উপর রয়েছে। তাই সাবধানতা এবং সতর্কতা অত্যন্ত জরুরি।
রাজ্যগুলিকে কেন্দ্রের নির্দেশ, কোন এলাকায় সংক্রমিতের সংখ্যা কত, হাসপাতালেই বা কত জন ভর্তি, তার স্থানীয় পর্যায়ে ভিত্তিতে বিধিনিষেধ আরোপ করতে হবে। করোনাকে নিকেশ করতে পরীক্ষা-সংক্রমণের উৎস এবং প্রসারে নজর রাখা-চিকিৎসা-টিকা এবং কোভিড বিধি—এই পাঁচটি ধাপ মেনে চলা জরুরি। বাড়ির বাইরে মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি বজায় রাখা নিয়েও কোনও ঢিলেমি চলবে না।
ওমিক্রনের প্রকোপে সংক্রমণ ঊর্ধ্মুখী হলেও, প্রাণহানির ঘটনা তুলনামূলক কম। তাই বিধিনিষেধ শিথিল করতে উদ্যোগী হয়েছে একাধিক রাজ্য এবং কেন্দ্রশআসিত অঞ্চল। একে একে খোলা হচ্ছে স্কুলও। তার মধ্যেই নয়া নির্দেশিকা কেন্দ্রের।