নয়াদিল্লি: অরুণাচলপ্রদেশে (Arunchal Pradesh) ড্রাগনের সক্রিয়তা নিয়ে এ বার সরব হলেন বিজেপি (BJP) সাংসদ তাপির গাও  (Tapir Gao)। সেখানে চিনা সেনা (China Peoples Liberation Army/PLA) এক কিশোরকে অপহরণ করেছে বলে অভিযোগ তাঁর। ভারতীয় ভূখণ্ডে ঢুকে ওই কিশোরকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।


অরুণাচলপ্রদেশের আপার সিয়াং জেলার লুংটা যোর এলাকা থেকে মঙ্গলবার ওই কিশোরকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। অপহৃত কিশোরকে ১৭ বছর বয়সি মিরাম তারং বলে শনাক্ত করা গিয়েছে। বিজেপি সাংসদ জানিয়েছেন, মিরামের বন্ধু জনি ইয়ায়িং কোনও রকমে চিনা বাহিনীর হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। বন্ধুর অপহরণ হয়ে যাওয়ার বিষয়টি সে-ই জানায় স্থানীয় প্রশাসনকে।



এ নিয়ে সংবাদ সংস্থা পিটিআই-কে সাক্ষাৎকার দেওয়ার পাশাপাশি টুইটারেও অরুণাচলে চিনা সক্রিয়তা নিয়ে মুখ খুলেছেন তাপির। ধৃত কিশোরের ছবি তুলে ধরেছেন। দুই কিশোরই জিডো গ্রামের শিকারি বলে জানিয়েছেন।


তাপিরের দাবি, সাংপো নদী যেখানে ভারতের অরুণাচলে প্রবেশ করেছে, সেখান থেকেই অপহরণ করা হয় ওই কিশোরকে। এই সাংপো নদী অরুণীচলে সিয়াং এবং অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত। কেন্দ্রের কাছে তাপিরের আর্জি, ‘‘ভারত সরকারের সমস্ত সংস্থার কাছে অনুরোধ, দয়া করে পদক্ষেপ করুন। সত্বর ওই কিশোরকে মুক্ত করে নিয়ে আসুন।’’



আরও পড়ুন: Security Alert: ২৬ জানুয়ারি ইন্ডিয়া গেট ও লালকেল্লায় হামলা চালাতে পারে জঙ্গিরা, সতর্কবার্তা আইবি-র


বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তাপির। টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং ভারতীয় সেনার দ্বারস্থ হয়েছেন তিনি।


এর আগে, ২০২০-র সেপ্টেম্বরে অরুণাচলের আপার সুবানসিরি জেলা থেকে পাঁচ যুবককে চিনা বাহিনী অপহরণ করেছে বলে সামনে আসে। প্রায় এক সপ্তাহ পর তাঁরা মুক্তি পান। নতুন বছরের শুরুতে সেই ঘটনারই পুনরাবৃত্তি।