নয়াদিল্লি: বড়দিন (Christmas) এবং নতুন বছর (New Year) উদযাপনের জমায়েতে নিষেধাজ্ঞা রাজধানীতে। আজ, বুধবার বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দিয়েছে দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতর । দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতর (Delhi Disaster Management Authority ) জানিয়েছে, ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই নিষেধাজ্ঞা যাতে কার্যকর তা দেখতে জেলা শাসক এবং ডেপুটি পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে।


দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতরের জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বড়দিনের উৎসব এবং নতুন বছর উদযাপনে যাতে কোনও জমায়েত, সাংস্কৃতিক উৎসব করা যাবে না। এই নির্দেশ যাতে কার্যকর হয় সেদিকে নজর দিতে হবে সব জেলা শাসক, ডেপুটি পুলিশ কমিশনারদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, দিল্লিতে এখনও পর্যন্ত ৫৭ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। যা দেশের মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ। সমস্ত জেলা শাসকদের তাদের এলাকায়  কত জন করোনা আক্রান্ত তা চিহ্নিত করতে বলা হয়েছে। একইসঙ্গে ওমিক্রন ভ্যারিয়েন্টের হটস্পটগুলিও চিহ্নিত করতে নির্দেশ দিয়েছে দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতর। কোনও ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ পেলে রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে (Residents Welfare Associations) জানাতে বলা হয়েছে।


ওই বিজ্ঞপ্তিতে দিল্লির (Delhi) বিপর্যয় মোকাবিলা দফতর (Delhi Disaster Management Authority ) জানিয়েছে, বড়দিন বা নববর্ষের সময় সমস্ত রেস্তোরাঁ এবং পানশালা খোলা থাকবে। ৫০ শতাংশ মানুষকো ঢোকার অনুমতি দেওয়া হবে। মাস্ক ছাড়া প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। এর আগেই সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বিনোদন, ধর্মীয় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লি সরকার। উৎসবের আবহে সেই নির্দেশও মানা হচ্ছে কি না তা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। যাঁরা নির্দেশ মানছেন না, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন: Pralay Missile Test: মাঝ আকাশে দিশা পাল্টাতে সক্ষম, ওড়িশায় সফল উৎক্ষেপণ 'প্রলয়' ক্ষেপণাস্ত্রের