Congress Attack on Government: ইতি থেকে নেতির পথে ! বিশ্বের বুকে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বানুমান কমাল গ্লোবাল ফিন্যান্সিয়াল রেটিং সংস্থা 'ফিচ'। যার জেরে সপ্তাহের শেষ ট্রেডিং ডে-তে পড়ল স্টক মার্কেট।  


Fitch Ratings: মোদি সরকারকে কটাক্ষ কংগ্রেসের
সম্প্রতি সংস্থাটি ২০২৩ সালের আর্থিক বছরের জন্য জিডিপির হার ৭ শতাংশে কমিয়ে এনেছে। এর আগে জুন মাসে ফিচ অনুমান করেছিল, ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭.৮ শতাংশ হবে। যা নিয়ে এবার  মোদি সরকারকে আক্রমণ করল কংগ্রেস। কংগ্রেস বলেছে, "গ্লোবাল রেটিং এজেন্সি ফিচ ভারতের জিডিপি বৃদ্ধির অনুমান কমিয়েছে। আগে ২০২২-২৩ সালে ৭.৮ শতাংশ জিডিপি হবে বলে আশা করা হয়েছিল, এখন তা কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদির নীতি জিডিপি ধ্বংস করেছে। গত ৩ বছরে জিডিপি বেড়েছে মাত্র ৩ শতাংশ। দেশের আর্থিক বিকাশের লক্ষণ ঠিক নয়। ” 


RBI Update: আরবিআই জিডিপি ৭.২ শতাংশ হবে বলে আশা করছে
অন্যদিকে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই বছরের জন্য জিডিপি ৭.২ শতাংশ হবে বলে আশা করছে। জুন প্রান্তিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ১৩.৫ শতাংশ। যা মার্চের ত্রৈমাসিকে ৪.১০ শতাংশের বেশি ছিল। তাই একই সঙ্গে রেটিং এজেন্সি বলেছে, অগাস্টে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি কিছুটা কম হলেও খারাপ আবহাওয়ার কারণে খাদ্য মূল্যস্ফীতির আশঙ্কা থেকেই যাবে।


ডলারের তুলনায় রুপির মূল্য ৭৯-এ এসে পৌঁছেছে
গ্লোবাল এজেন্সি বলছে, ২০২২ সালের শেষ নাগাদ ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার মূল্য ৭৯-এ থাকবে। পাশাপাশি খুচরো মূদ্রাস্ফীতির হারও প্রায় ৬.২ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। ফিচ রিপোর্ট অনুসারে, RBI ২০২২ সালের শুরু থেকে অগাস্ট পর্যন্ত ১৪০ bps সুদের হার বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের ফোকাস মুদ্রাস্ফীতি কমানোর দিকে থাকায় হার আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।


শুক্রবার দেশের শেয়ার বাজারে ফের পতন দেখা গিয়েছে।  দুর্বলতার সঙ্গে ট্রেড করছে  সেনসেক্স, নিফটি।  বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলির পতনও বাজারের গতি কমিয়ে দিয়েছে।  গতকাল, যেখানে নিফটি ব্যাঙ্ক রেকর্ড উচ্চতা করেছিল, আজ পতনের সঙ্গে লেনদেন করছে সেই ব্যাঙ্ক নিফটি। 


Stock Market Opening: কেমনভাবে দৌড় শুরু করেছে বাজার ?
BSE 30-শেয়ার সূচক সেনসেক্স 348.29 পয়েন্ট বা 0.58 শতাংশ পতনের সঙ্গে 59,585.72-তে খুলেছে। অন্যদিকে, NSE-র 50-শেয়ারের সূচক নিফটি 80.60 পয়েন্ট বা 0.45 শতাংশ পতনের সঙ্গে 17,796.80 এ লেনদেন শুরু করেছে।