Job Market Growth India 2022: দেশের বড় কর্পোরেট কোম্পানিগুলির চাকরি খুঁজলে আপনার জন্য রয়েছে সুখবর। আগামী দিনে দেশের এই কর্পোরেট সেক্টরে বিপুল চাকরির সুযোগ তৈরি হতে চলেছে। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ করেছে  হিউম্যান রিসোর্স কোম্পানি টিমলিজ সার্ভিসেস। দেশের কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে এই মন্তব্য করেছে কোম্পানি।


Jobs In India: বেঙ্গালুরুতে সবচেয়ে বেশি নিয়োগ হবে
টিমলিজ সার্ভিসের রিপোর্ট অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৯৫ শতাংশ  নিয়োগ হবে কর্পোরেট সেক্টরে। এপ্রিল থেকে জুনের মধ্যে ৯১ শতাংশ নিয়োগকর্তা এমনই জানিয়েছিলেন। রিপোর্ট বলছে, এরমধ্য়ে বেশিরভাগ নিয়োগ হবে বেঙ্গালুরুতে। এখানে তথ্য প্রযুক্তি, ই-কমার্স, এফএমসিজি সেক্টরে হবে এই নিয়োগ।


Job Market Growth: ৬১ শতাংশ কোম্পানিতে নিয়োগ হবে
এই সময়ের মধ্যে দেশের ৬১ শতাংশ কর্পোরেট কোম্পানিতে নিয়োগ হবে বলে প্রতিবেদনে বলেছে টিমলিজ। যা আগের ত্রৈমাসিকের তুলনায় ৭ শতাংশ বেশি। বেঙ্গালুরুতে, উত্পাদন ও পরিষেবা উভয় ক্ষেত্রেই নিয়োগের বিষয়ে একটি ইতিবাচক মনোভাব দেখা গেছে। উত্পাদন খাতে নিয়োগের শীর্ষস্থানীয় শিল্পগুলির মধ্য়ে রয়েছে এফএমসিজি (৪৮ শতাংশ), স্বাস্থ্যসেবা ও ওষুধ (৪৩ শতাংশ), উত্পাদন, ইঞ্জিনিয়ারিং ও পরিকাঠামো (৩৮ শতাংশ), এনার্জি অ্য়ান্ড পাওয়ার (৩৪ শতাংশ) , কৃষি ও কৃষি রাসায়নিক (৩০ শতাংশ)।


Jobs In India: নিয়োগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি খাত থাকবে এগিয়ে 
এই নিয়োগের ক্ষেত্রে শীর্ষস্থানীয় শিল্পগুলি হল তথ্য প্রযুক্তি (97 শতাংশ), ই-কমার্স ও  স্টার্টআপ (85), শিক্ষামূলক পরিষেবা (70), টেলিযোগাযোগ (60), খুচরো (প্রয়োজনীয় পণ্য) (64), খুচরো (অপ্রয়োজনীয়) (30) ও আর্থিক পরিষেবা (55) শতাংশ। আগামী দিনে চাকরির ক্ষেত্রে রাজ্য অনুযায়ী দিল্লি (72 শতাংশ), মুম্বই (59) ও চেন্নাই (55) শতাংশ নিয়োগের জায়গা তৈরি করবে। উৎপাদন খাতে বাড়বে এই নিয়োগের সংখ্যা। সেই ক্ষেত্রে বেঙ্গালুরু (97 শতাংশ), মুম্বই (81)শতাংশ ও তারপরে দিল্লি (68) পরিষেবা খাতে শীর্ষে রয়েছে।


Job Market Growth: দেশে কর্মসংস্থান বাড়বে 
এই বিষয়ে টিমলিজ সার্ভিসেস-এর চিফ বিজনেস অফিসার মহেশ ভাট জানিয়েছেন,  গত ১০ বছরে বাজার হিসাবে বেঙ্গালুরু বিভিন্ন শিল্পে অসাধারণ বৃদ্ধি দেখেছে। এখানে অনেক নতুন ইন্টারনেট ভিত্তিক কোম্পানি গড়ে উঠছে। যা ভ্যালু বেস সার্ভিস ও প্রোডাক্ট অফার করে। এই ইতিবাচক বৃদ্ধি অনেক সেক্টরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। আশা করা হচ্ছে, আগামী ত্রৈমাসিকগুলিতে নিয়োগ ৯৭ শতাংশের বেশি হতে পারে।


আরও পড়ুন : LIC Policy: ৫০ লক্ষ টাকার সুবিধা, এলআইসি দিচ্ছে এই টার্ম প্ল্যান