নয়াদিল্লি: করোনার (COVID-19) প্রকোপ দেশের রাজনৈতিক মহলেও। বাংলায় একের পর এক নেতা ইতিমধ্যেই সংক্রমিত হয়েছেন। এ বার শরীরে কোভিড পাওয়া গেল কংগ্রেসের (Congress) জাতীয় সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার (Randeep Surjewala) শরীরেও। এই নিয়ে দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন তিনি। বাড়িতে নিভৃতবাসে রয়েছেন তিনি।
মঙ্গলবার টুইটারে নিজেই সংক্রমিত হওয়ার কথা জানান সুরজেওয়ালা। তিনি লেখেন, ‘গতরাতে হালকা জ্বর এবং সর্দির মতো উপসর্গ দেখা দেয়। তাতে করোনা পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, সকলকে করোনা অনুরোধ, করোনা পরীক্ষা করিয়ে নিন এবং সতর্কতা মেনে চলুন।’
এই নিয়ে দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন সুরজেওয়ালা। গতবছরও সংক্রমণ ধরা পড়ে তাঁর। সংক্রমণ গুরুতর হওয়ায় সেই সময় গুরুগ্রাম হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। বেশ কিছু দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ওঠেন। উৎসবের মরসুম পেরোতেই ফের সংক্রমণের কবলে তিনি।
আরও পড়ুন: Omicron News Updates: ওমিক্রন আতঙ্কের মাঝেই করোনা আক্রান্ত ১০০ পড়ুয়া, দেশে বাড়ছে উদ্বেগ
বড়দিন এবং বর্ষবরণের পর থেকেই দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। কোনও রকম রাখঢাকে না গিয়ে বর্তমান পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউ বলারই পক্ষপাতী চিকিৎসকদের একাংশ। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। সবার আগে টিকা হয়ে যাওয়ায় করোনার বিরুদ্ধে তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এসেছে এবং তার জন্যই সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।
তবে সংক্রমণের প্রকোপ দেখা দিয়েছে রাজনীতিকদের মধ্যেও। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) করোনায় সংক্রমিত হয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ফের, তৃতীয় বারের জন্য করোনা আক্রান্ত। বাংলার নেতা-মন্ত্রীদের অনেকেও করোনায় সংক্রমিত। সুরজেওয়ালার এই নিয়ে দ্বিতীয় বার। তবে চিকিৎসকদের মতে, একাধিক বার সংক্রমিত হওয়া একেবারেই অস্বাভাবিক নয়।