নয়াদিল্লি: অঝোরধারা বৃষ্টিতে দাঁড়িয়ে একনাগাড়ে বক্তৃতা করে গিয়েছেন কখনও। কখনও আবার একরত্তির চোখের জল মুছিয়ে দিয়েছেন যত্নে। তাতে রাজনীতির প্রলেপ পড়লেও, ‘ভারত জোড়ো যাত্রা’য় বেরিয়ে বৃহস্পতিবার এককথায় আম ভারতীয়র মন জিতে নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। মা সনিয়া গাঁধীর সঙ্গে তাঁর স্নেহঘন মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।


রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’য় যোগ দিলেন সনিয়া 


বৃহস্পতিবার কর্নাটকের মাণ্ড্য-তে রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’য় যোগ দেন সনিয়াও। পদযাত্রায় হাঁটার সময় জুতোর ফিতে খুলে যায় সনিয়ার। তা লক্ষ্য করে মাকে থামিয়ে দেন রাহুল। তার পর মাটিতে উবু হয়ে বসে সনিয়ার জুতোর ফিতে দেন তিনি। সংবাদমাধ্যমের ক্যামেরায় বন্দি হয়ে যায় সেই মুহূর্ত, যা ফেসবুক, ট্যুইটার-সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।



বেশ কিছু দিন ধরেই শরীর ভাল যাচ্ছে না সনিয়ার। এ বছরের গোড়ায় করোনায় আক্রান্ত হন তিনি। হাসপাতালেও ভর্তি হতে হয়। তার পর আবার সম্প্রতি প্রয়াত হন তাঁর মা। সেই অবস্থাতেও দলের কাজকর্ম সামলে গিয়েছেন। এমনকি মাকে সমাধিস্থ করার আগেই ভিডিও কনফারেন্সে দলের বৈঠকে যোগ দিয়েছিলেন।



আরও পড়ুন: WHO on Indian Cough Syrup: WHO-এর স্ক্যানারে ভারতে তৈরি কাশির সিরাপ, কারণ কি গাম্বিয়ার শিশুমৃত্যু?


তার পর ইতালি থেকে ফিরলেও সে ভাবে প্রকাশ্যে দেখা যায়নি সনিয়াকে। বরং বাড়িতে বসেই যাবতীয় কাজ সারছিলেন। রাজস্থান কংগ্রেসের অন্দরে বিদ্রোহের আগুন জ্বলে ওঠা থেকে দলের সভাপতি নির্বান, কোনও কারণেই জনসমক্ষেই বার হতে দেখা যায়নি তাঁকে। সেই নিরিখে বৃহস্পতিবার রাহুলের পদযাত্রাতেই দীর্ঘ সময় পর জনসমক্ষে এলেন সনিয়া। শেষ বার ২০১৬ সালে বারাণসীতে একটি পদযাত্রায় হেঁটেছিলেন তিনি।


তবে সনিয়া পদযাত্রায় যোগ দিলেও, মায়ের শরীর নিয়ে উদ্বিগ্ন ছিলেন রাহুল। এ দিনও হাঁটার সময় বার বার মাকে বিরতি নিতে অনুরোধ করতে দেখা যায় তাঁকে। বার বার তাতে আপত্তি জানালেও, শেষমেশ যদিও ছেলের কথাই মেনে নেন সনিয়া। কিছু ক্ষণ গাড়িতে জিরিয়ে নিয়ে, ফের পদযাত্রায় পা মেলান তিনি। তাতে রাহুল এবং সনিয়াকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন কংগ্রেস কর্মী এবং সমর্থকেরা।


বিজেপি-র বিভাজনের রাজনীতির বিরুদ্ধে পদযাত্রা, দাবি রাহুলের


২০১৯-এর লোকসভা নির্বাচনে পরাজয়ের দায় স্বীকার করে কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেন রাহুল। তার পর ‘ভারত জোড়ো যাত্রা’ই রাহুলের বৃহত্তম রাজনৈতিক কর্মসূচি। এই কর্মসূচির আওতায় দেশের ১২টি রাজ্যে ৩ হাজার ৫৭০ কিলোমিটার পদযাত্রায় বেরিয়েছেন তিনি। বিজেপি-র বিভাজনের রাজনীতির বিরুদ্ধে গোটা দেশকে একজোট করতেই এই পদযাত্রা বলে জানিয়েছেন রাহুল। দক্ষিণ হয়ে দেশের উত্তরে পৌঁছবেন রাহুল।