নয়াদিল্লি: প্রায় আড়াই দশক পরে কংগ্রেসের ব্যাটন গেল গাঁধী পরিবারের বাইরের কারও হাতে। সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং সাংসদ মল্লিকার্জুন খাড়গে। শশী তারুরকে বিপুল ভোটে হারিয়ে সভাপতি পদে নির্বাচিত হলেন তিনি। ৭০০০ -এরও বেশি ভোট পেয়েছেন মল্লিকার্জুন খাড়গে।






কার ঝুলিতে কত ভোট:



  • খাড়গের প্রাপ্ত ভোট ৭ হাজার ৮৯৭।

  • শশী তারুরের প্রাপ্ত ভোট ১০৭২।


তারুরের শুভেচ্ছা:
নির্বাচনের ফলপ্রকাশের পরেই টুইট করেছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। কংগ্রেসের সভাপতি পদে বসা অত্যন্ত সম্মানের এবং বিশাল দায়িত্বের। সভাপতি নির্বাচিত হওয়ার জন্য মল্লিকার্জুন খাড়গেকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তিনি। পাশাপাশি, তাঁকে যাঁরা সমর্থন করেছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। ফল ঘোষণার পরেই মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দুটি ছবি তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন শশী তারুর। সেই ছবিতে তাঁকে খাড়গের সঙ্গে করমর্দন করতে দেখা যাচ্ছে।  


 



সনিয়া গাঁধীর শুভেচ্ছা:
ফল ঘোষণার পরেই নয়াদিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে গিয়ে তাঁরে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের বিদায়ী সভানেত্রী সনিয়া গাঁধী। নয়া সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন পায়লট। বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশের গলায় খাড়গের ব্যাপারে ঢালাও প্রশংসা শোনা গিয়েছে। তিনি বলেছেন, নেহরুর দর্শনের অনুপ্রেরণায় সামাজিক উন্নয়নের অন্যতম উদাহরণ মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি, তিনি বলেছেন, ব্যক্তিগত সম্মানের থেকেও মতার্দশকে উঁচুতে তুলে ধরেন যাঁরা, খাড়গের এই জয়ে তাঁরাও জয়ী হলেন।


আরও পড়ুন: বাইক থেকে গাড়ি, কর্মীদের দিওয়ালি উপহারে কোটি টাকার ওপর খরচ! খবর পেতেই সরগরম নেটপাড়া