Share Market Update:দীপাবলির আবহে বিনিয়োগকারীদের দুর্দান্ত লাভ দিতে পারে এই স্টকগুলি। অন্তত তেমনই আশা করছে ব্রোকারেজ হাউস অ্যাক্সিস সিকিউরিটিজ। তাই উৎসবের মরসুমে দেখে নিতে পারেন এই স্টকগুলি।
প্রতি বছরই দীপাবলির আগে তাদের পোর্টফোলিও পর্যালোচনা করেন বিনিয়োগকারীরা। ব্রোকারেজ হাউস অ্যাক্সিস সিকিউরিটিজ বিনিয়োগকারীদের সম্বত ২০৭৯ -এর জন্য বেশ কয়েকটি স্টক কেনার পরামর্শ দিয়েছে। সংস্থার দাবি , এই পরিস্থিতিতে বাজারে তাদের দুর্দান্ত রিটার্ন দিতে পারে নির্দিষ্ট কিছু স্টক।
Diwali 2022 Stock Picks: কোন ৯টি স্টক কেনার পরামর্শ দিচ্ছে কোম্পানি ?
অ্যাক্সিস সিকিউরিটিজের মতে , সমগ্র বিশ্ব এখন অস্থিরতার সময় প্রত্যক্ষ করছে, এই সময়েও ভারতীয় অর্থনীতি দারুণ বৃদ্ধি দেখাচ্ছে। ভারতীয় বাজারের এই স্থিতিশীলতাই বিনিয়োগকারীদের সুবর্ণ সুযোগ প্রদান করছে। ব্রোকারেজ হাউসের বিশ্বাস, ভারতীয় স্টক মার্কেট ভাল কর্পোরেট ফলাফলের কারণে বিশ্বের অন্যান্য বাজারকে ছাড়িয়ে যাবে। এর ভিত্তিতে অ্যাক্সিস সিকিউরিটিজ এই দীপাবলিতে বিনিয়োগকারীদের ন'য়টি শেয়ারে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছে। দেখে নিন কারা রয়েছে তালিকায়।
1.ITC - ব্রোকারেজ হাউস এই স্টকে 380 টাকার লক্ষ্যমাত্রা দিয়েছে। MMCG হোটেল ও সিগারেট প্রস্তুতকারক ITC-র স্টকে বিনিয়োগের পরামর্শ দিয়েছে অ্য়াক্সিস সিকিউরিটিজ ৷ বর্তমানে স্টকটি 340 টাকায় ট্রেড করছে।
2. অশোক লেল্যান্ড - বিনিয়োগকারীদের এই অটোমোবাইল সেক্টরের শেয়ার কেনার পরামর্শ দিয়েছে কোম্পানি। যার লক্ষ্য মূল্য দেওয়া হয়েছে 175 টাকা। বর্তমানে স্টকটি 149.80 টাকায় ট্রেড করছে।
3. পলিক্যাব ইন্ডিয়া - পলিক্যাব ইন্ডিয়া শেয়ারে এক্সিস সিকিউরিটিজের একটি বাই কল রয়েছে, যার লক্ষ্য মূল্য 2860 টাকা রেখেছে ব্রোকারেজ ফার্ম। বর্তমানে স্টকটি 2749 টাকায় লেনদেন করছে।
4. ইন্ডিয়ান হোটেল - ব্রোকারেজ হাউসটি আতিথেয়তা সেক্টরের কোম্পানি ইন্ডিয়ান হোটেলসে বিনিয়োগে জোর দিতে বলেছেন। এতে 375 টাকার লক্ষ্যমাত্রার সঙ্গে শেয়ার কেনার পরামর্শ দেওয়া হয়েছে৷
5. IDFC ফার্স্ট ব্যাঙ্ক - এই ব্যাঙ্কে 70 টাকা লক্ষ্যমাত্রার মূল্য সহ স্টকটিতে কেনার সুপারিশ করেছে সংস্থা। বর্তমানে এই ব্যাঙ্কের শেয়ার লেনদেন হচ্ছে 56.40 টাকায়।
6. ওয়েস্টলাইফ ডেভেলপমেন্ট - ব্রোকারেজ হাউসের ওয়েস্টলাইফ ডেভেলপমেন্টের জন্য একটি বাই কল রয়েছে, যার লক্ষ্য মূল্য 870 টাকা রেখেছে এই ব্রোকারেজ ফার্ম। বর্তমানে স্টকটি 756 টাকায় লেনদেন করছে।
7. NOCIL - এই শেয়ারটি Axis Securities-এর দীপাবলির পিকগুলির মধ্যে একটি৷ 300 টাকার টার্গেট মূল্য সহ স্টকটি কেনার পরামর্শ দিচ্ছে অ্য়াক্সিস সিকিউরিটিজ। বর্তমানে স্টকটি 259 টাকায় লেনদেন করছে বাজারে।
8. অ্যাপটাস ভ্যালু হাউজিং ফাইন্যান্স - ব্রোকারেজ হাউসের 350 টাকার লক্ষ্য মূল্য সহ স্টকটিতে একটি কেনার কল রয়েছে৷
9. সুন্দরম ফাইন্যান্স - ব্রোকারেজ হাউসে সুন্দরম ফাইন্যান্স-এ 2490 টাকার টার্গেট মূল্য সহ একটি কেনার কল রয়েছে৷ বর্তমানে স্টকটি 2298 টাকায় লেনদেন হচ্ছে।
ব্রোকারেজ হাউসের মতে, যখন মুদ্রাস্ফীতি পুরো বিশ্বের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন ভারতে এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে। ভালো বর্ষার ফলে ভারতের বাজার এখান থেকে আরও বৃদ্ধি পাবে। যার সুফল তুলবে ভারতীয় শেয়ার বাজার।