কলকাতা: দেশের সবচেয়ে পুরনো পার্টির সভাপতি নির্বাচনের দিনেই খাড়গের পক্ষ নিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপ্যাধায় (Abhijit Mukherjee)। তৃণমূলে (TMC) যোগ দিয়েও কেন কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে ট্যুইট প্রণব পুত্র? তা নিয়ে শুরু হয়ে রাজনৈতিক তরজা। কার হাতে যাবে কংগ্রেসের রাশ? জানা যাবে বুধবার।


সনিয়া গাঁধী পরে কংগ্রেসের হাল ধরবেন কে? শশী তারুর নাকি মল্লিকার্জুন খাড়গে? দু’দশক পর দ্য গ্র্যান্ড ওল্ড পার্টির সভাপতি নির্বাচন ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। দিল্লিতে এআইসিসি-র সদর দফতরে ভোট দেন সনিয়া গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী, জয়রাম রমেশ, পি চিদম্বরম, অশোক গহলৌত-সহ কংগ্রেসের নেতারা। কর্নাটকের বল্লারিতে ভারত জোড়ো ক্যাম্পের বুথে ভোট দিলেন রাহুল গাঁধী-সহ ৪০ জন। ২২ বছর পর কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন হচ্ছে। তা নিয়ে কলকাতার বিধানভবনেও ছিল উৎসবের মেজাজ। সেখানে ভোট দেন অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ প্রদেশ কংগ্রেস অন্যান্য নেতারা। এই প্রেক্ষাপটে মল্লিকার্জুন খাড়গেকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ট্যুইট করলেন তৃণমূলে যোগ দেওয়া প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ট্যুইটে তৃণমূল নেতা অভিজিৎ মুখোপাধ্যায় লেখেন, আজ কংগ্রেসের সভাপতি নির্বাচনে খাড়গেজিকে ভোট দেওয়ার জন্য প্রতিটি কংগ্রেস ভোটারের কাছে আবেদন জানাচ্ছি। আমি নিশ্চিত, সভাপতি হয়ে উনি কংগ্রেসকে ঐক্যবদ্ধ করে দলকে এগিয়ে নিয়ে যাবেন। সূত্রের, এনিয়ে অভিজিৎ মুখোপাধ্যায়কে ফোন করে ট্যুইট করার কারণ জানতে চান কুণাল ঘোষ। 


 





গতবছর জুলাইয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রণব-পুত্র। কিন্তু, তৃণমূলে থাকা সত্ত্বেও কেন কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে ট্যুইট করলেন? তার ব্যাখা দিয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায়। তৃণমূল নেতা অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “মল্লিকারজুন খাড়গে দেশের প্রাচীনতম দলের নেতা। যে দল আমার ঠাকুরদা, আমার পিতা, এমনকি মমতা দিদি করতেন। সেই দলের নির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গে তৃণমূল আসল কংগ্রেস। কংগ্রেস লিডার হিসেবেই এখনও অনেকে মমতা দেখে মনে করেন।’’